Select Page

বাপ্পীর নতুন ছবি মোল্লা ভাই

বাপ্পীর নতুন ছবি মোল্লা ভাই

bappiসময়ের জনপ্রিয় এবং ব্যস্ত নায়ক বাপ্পী চুক্তিবদ্ধ হয়েছেন এক নতুন ছবিতে। ছবিটি পরিচালনা করবেন নির্মাতা নজরুল ইসলাম খান। এর আগে নজরুল রানা প্লাজা বানিয়ে আলোচিত হয়েছিলেন। মুজতবা সৌদের চিত্রনাট্যে চলতি বছরের ডিসেম্বর থেকে এ ছবির শুটিং শুরু হবে।

আনুষ্ঠানিকভাবে এ ছবির নাম রাখা হয়েছে “মোল্লা ভাই”। এ ছবিতে আর কারা অভিনয় করবেন সে সমন্ধে এখন সীদ্ধান্ত নেয়া হয়নি। তবে বাপ্পীর বিপরীতে অভিনয়ের জন্য আঁচল ও তানহার কথা ভাবছেন পরিচালক।

সম্প্রতি ছবিটির মহরত অনুষ্ঠিত হয়ে গেল রাজধানীতে ভিসটেক নামে একটি গানের ষ্টুডিওতে। সেখানে ‘মন মন মন মানে না বারন’ শিরোনামের একটি গানের রেকডিংয়ের মাধ্যমে এ ছবির যাত্রা শুরু হয়।

এদিকে বাপ্পী এ মুহূর্তে কাজ করছেন মিসড কল নামে একটি ছবিতে। আর মুক্তির অপেক্ষায় রয়েছে আঁচলের সাথে আজব প্রেম ও বিদ্যা সিনহা মিমের সাথে সু্ইট হার্ট ছবি দুটি।


মন্তব্য করুন