Select Page

বাপ্পী পরী মনির রসায়ন

বাপ্পী পরী মনির রসায়ন

bappi pori moni in new bangla film mollaবর্তমান ঢাকাই চলচ্চিত্রে পরী মনি একটি বিশেষ নাম। আলোচিত ছবি রানা প্লাজায় অভিনয় করা ছাড়াও নবাগতা এই নায়িকা কোন ছবি মুক্তি আগেই গোটা বিশেক ছবিতে অভিনয় এবং চুক্তিবদ্ধ হয়ে চমকে দিয়েছেন সবাইকে। আর অভিনেতাদের ভিতরে বাপ্পী প্রতিনিয়ত তার জনপ্রিয়তা বাড়িয়ে চলেছেন। সারা বাংলার তরুন-যুবকদের কাছে পরী মনি এবং বাপ্পীর একটা চাহিদা তৈরী হয়েছে। সেজন্য পরিচালকরা চাচ্ছেন পরীমনি আর বাপ্পিকে জুটিবদ্ধ করে ছবি নির্মান করবেন। তারই ফলাফল সর্বমোট চারটি ছবিতে চুক্তিবদ্ধ হয়ে গেছেন এরা দুজন। অথচ এখনব্দি মুক্তি পায়নি একটাও।

‘আপন মানুষ’ ছবিতে চুক্তির মাধ্যমে তারা প্রথম জুটি বাঁধেন। এবং কিছুদিন আগেই তারা চুক্তিবদ্ধ হয়েছেন নবাগত তারেক শিকদার পরিচালিত ‘দাগ’ নামে নতুন একটি ছবিতে। তাছাড়া রানা প্লাজাখ্যাত পরিচালক নজরুল ইসলাম খানের দু’টি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছে বাপ্পীপরী মনি জুটি। ‘দুনিয়া কাঁপানো প্রেম’ এবং সম্প্রতি ঘোষনাপ্রাপ্ত ‘মোল্লা’। ছবিটিতে আরও অভিনয় করছেন মিশা সওদাগর, মিজু আহমেদ, হাবিব খান, প্রবীর মিত্র, রাশেদা, রেহানা জলি প্রমুখ। ডিসেম্বর মাস থেকে ছবির কাজ শুরু হবে।

মোল্লা ছবির গল্পে দেখা যাবে, বাপ্পী মাদরাসার একজন ছাত্র। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন বিষয়ের ফলে একসময় অন্ধকার জগতে প্রবেশ করেন তিনি। এক সময় পরীমনির পিতার সঙ্গেও দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। সেখানে যাওয়ার পরই পরীর প্রেমে পড়ে যান তিনি। এরপরই ভিন্ন দিকে এগিয়ে যায় ছবির কাহিনী।

উল্লেখ্য, বর্তমান সময়ের আরেক নায়ক সায়মন সাদিকের প্রথম ছবি জ্বী হুজুরেও তিনি মাদ্রাসার ছাত্র হিসেবে অভিনয় করেছিলেন। গল্প ও অভিনয়ে চমৎকার চলচ্চিত্র হলেও নতুন নায়ক নায়িকা এবং প্রচারনার অভাবে ছবিটি ব্যবসা সফল হতে পারে নি। বাপ্পী পরী মনির ছবি মোল্লা হয়তো এ সমস্যা কাটিয়ে উঠতে সক্ষম হবে।

সূত্র: মানবজমিন


মন্তব্য করুন