Select Page

বাবার গল্পে দেবরের শ্যালক চরিত্র মায়ের সঙ্গে

বাবার গল্পে দেবরের শ্যালক চরিত্র মায়ের সঙ্গে

তারকা দম্পতি শাহনাজ খুশি ও বৃন্দাবন দাসের দুই ছেলে দিব্য জ্যতি ও সৌম্য জ্যতি। দেখতে দেখতে বড় হয়ে গেল দু’জন। সম্প্রতি ও লেভেল সম্পন্ন করেছে দিব্য-সৌম্য। এবার মা-বাবার পথে হাঁটা শুরু করেছে দুই ভাই। মজার ব্যাপার হলো দুই ভাই কাজ করছেন মায়ের সঙ্গেই। তাও মায়েরের দেবরের শ্যালক চরিত্রে।

তাদের অভিনীত প্রথম নাটকটির রচয়িতা বাবা বৃন্দাবন দাস। বলা চলে একসঙ্গে পুরো পরিবার এই ইউনিটে কাজ করছে। নাটকের নাম ‘হ্যাপি ফ্যামিলি’। এটি পরিচালনা করছেন দীপু হাজরা।

শনিবার রাজধানীর অদূরে পূবাইলে নাটকটির শুটিং শুরু হয়েছে। ছেলেদের সঙ্গে প্রথম অভিনয় প্রসঙ্গে শাহনাজ খুশি বলেন, ওরা আমার পথে হাঁটুক সেটা বলব না। স্রেফ শখেরবশে দিব্য-সৌম্যকে অভিনয়ে নিয়ে আসা। আর সম্প্রতি ওরা ও লেভেল শেষ করেছে। ছুটিতে বেড়াতে যাওয়ার কথা ছিল। এর মধ্যে নাটকে অভিনয়ের কথা জিজ্ঞেস করায় বেশ আগ্রহ দেখিয়েছে দু’জনই।

‘হ্যাপি ফ্যামিলি’তে দিব্য ও সৌম্যকে চঞ্চল চৌধুরীর শ্যালকের চরিত্রে দেখা যাবে। আর খুশি অভিনয় করছেন চঞ্চলের ভাবির চরিত্রে। আসছে ঈদে একটি বেসরকারি চ্যানেলে নাটকটি প্রচার হবে বলে জানিয়েছেন দীপু হাজরা।


মন্তব্য করুন