Select Page

বাস্তবেও নায়ক তিনি

বাস্তবেও নায়ক তিনি


# বাস্তবেও নায়কোচিত কাজের উদাহরণ হলেন বাপ্পী চৌধুরী
# সম্প্রতি আহত এক নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান তিনি
# বাপ্পী বলেন, আজকাল মানুষের বিপদে কেউ এগিয়ে আসতে ভয় পায়। এমন মানসিকতা দূর করতে হবে

‘সবার আগে আমি মানুষ। কারো দুঃসময়ে এগিয়ে আসাটা আমার দায়িত্ব। আজকাল মানুষের বিপদে কেউ এগিয়ে আসতে ভয় পায়। এমন মানসিকতা দূর করতে হবে। নইলে ভবিষ্যতে কেউ কাউকে পাশে পাবে না। আমি এখনো নারীটির পরিচয় পাইনি। সুস্থ হলে অবশ্যই তাঁর ঠিকানায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব।’

এ কথাগুলো ঢালিউড নায়ক বাপ্পী চৌধুরীর। সম্প্রতি এক আহত নারীকে সাহায্য করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাকে বাস্তবের নায়কও বলা হচ্ছে।

ঘটনাটি এমন- ৮ ডিসেম্বর মহাখালী ফ্লাইওভারের মাঝে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন এক নারী। পাশ দিয়ে শত শত গাড়ি যাওয়া-আসা করলেও আহত নারীকে কেউই সাহায্য করতে এগিয়ে আসেনি।

দৃশ্যটি চোখে পড়ে নায়ক বাপ্পী চৌধুরীর। সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে এগিয়ে যান। দেরি না করে নিজের গাড়িতে তোলেন ওই নারীকে, নিয়ে যান কুর্মিটোলা হাসপাতালে। জরুরি চিকিৎসা দেওয়া পর্যন্ত সেখানেই ছিলেন বাপ্পী।

সূত্র : কালের কণ্ঠ


মন্তব্য করুন