Select Page

বিক্ষুব্ধ শিক্ষার্থীদের পাশে থাকতে চান শাকিব

বিক্ষুব্ধ শিক্ষার্থীদের পাশে থাকতে চান শাকিব

দুই শিক্ষার্থীকে গাড়ি চাপা দিয়ে হত্যার প্রতিবাদে তিনদিন ধরে রাজধানীতে বিক্ষোভ করছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা। তাদের পাশে থাকতে চান শাকিব খান।

প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করে গণমাধ্যমকে এ চিত্রনায়ক বলেছেন, বাচ্চাদের গায়ে হাত তুলবেন না। আপনার বাসায়ও এমন শিশু রয়েছে। বাচ্চাদের দাবি মেনে নিয়ে তাদের স্কুলে যাওয়ার পরিবেশ তৈরি করে দিন।

শাকিব বলেন, নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করার কথা সকলের। সেখানে এই বাচ্চারা আন্দোলন করছে। তাদের দাবি যৌক্তিক। আমি সমর্থন করি। প্রয়োজন হলে আমিও তাদের সাথে রাস্তায় দাঁড়াব। দুইজন শিক্ষার্থীকে হত্যার প্রতিবাদে চলমান আন্দোলন যৌক্তিক। পরিবহন সেক্টরে স্থিতিশীলতা দরকার। তাদের আইন মেনে চলা দরকার।

ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব এসব কথা বলেন। তিনি আরও বলেন, আজকে একটা ভিডিও দেখলাম। গা শিউরে ওঠার মতো ভিডিও। কী ভয়ঙ্কর, এক শিক্ষার্থীর ওপর পিক-আপ উঠিয়ে দিয়েছে। এটা কি করে সম্ভব? ভাষা হারিয়ে ফেলেছি এই ভিডিও দেখে। বেপরোয়াভাবে গাড়ি চালনা ও দুর্ঘটনা বন্ধে শাস্তি নিশ্চিত করতে হবে। কাল দেখলাম সিনেমা হলে বাস ঢুকে গেছে। অদক্ষ চালক হলে এমনই হবে।

তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী নিশ্চয়ই বিষয়টি দেখছেন। আমরা তার ওপর আস্থা রাখি। এই নৈরাজ্য সৃষ্টিকারী, ঘাতকদের শাস্তি দিয়ে এই অরাজকতা দূর করবেন। আমি আশু প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।


মন্তব্য করুন