Select Page

‘বিজলি’র জন্য অপেক্ষা

‘বিজলি’র জন্য অপেক্ষা

ববি প্রথমবার নেমেছেন ছবি প্রযোজনায়। ছবির নাম ‘বিজলি’। নিজের প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত ছবিটির মাধ্যমে আলাদা চমক নিয়ে প্রেক্ষাগৃহে ফিরতে চাচ্ছেন এ তারকা। যা হলো সুপারহিরোইন সিনেমা। এর জন্য হাড়খাটুনিও খাটছেন।

আজ বাংলাদেশ তো কাল থাইল্যান্ড বা আইসল্যান্ড, পরশু মুম্বাইয়ে ধারণ করা হচ্ছে দৃশ্য। শুটিং প্রায় শেষ হলেও আরও তিন মাস ছবিটির জন্য দর্শকদের অপেক্ষা করতে হবে। সম্প্রতি এমনটিই জানালেন ববি।

বর্তমানে ছবিটির ভিএফএক্সের শেষ পর্যায়ের কাজের জন্য ভারতে অবস্থান করছেন বলে যুগান্তরকে জানিয়েছেন এ তারকা। তিনি বলেন, ‘বিজলি আমার স্বপ্নের একটি ছবি। স্বপ্নের ছবিকে স্বপ্নের মতো করেই বানাতে চাচ্ছি। এতে ভিএফএক্সের কাজ একটু বেশি রয়েছে। মুম্বাইয়ের বেশ কয়েকটি স্টুডিওতে এর কাজ চলছে। আশা করছি, মাত্র আগামী তিন মাসের মধ্যেই ছবিটির সম্পূর্ণ কাজ শেষ করে সেন্সরের জন্য প্রস্তুত করতে পারব।’

‘বিজলি’ পরিচালনা করছেন ইফতেখার চৌধুরী।  তিনি বলেন, ‘ছবিটির আউটডোর দৃশ্যের শুটিং শেষ। কিছু প্যাচওয়ার্ক বাকি রয়েছে। সেগুলোর কাজ শেষ হলেই সেন্সরে জমা দিতে পারব বলে আশা করছি।’

এ ছবির মাধ্যমে চলচ্চিত্রে নায়ক হিসেবে অভিষেক হচ্ছে কলকাতার রণবীরের। এতে আরও অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী শতাব্দী রায় বাংলাদেশের জাহিদ হাসান, ইলিয়াস কাঞ্চন, আহমেদ রুবেল, দিলারা জামান, শিমুল খান ও শিশুশিল্পী আরবাব সানজারা।


মন্তব্য করুন