Select Page

বিদেশ থেকে ফিরলেন স্বপ্নের নায়িকা

বিদেশ থেকে ফিরলেন স্বপ্নের নায়িকা

shabnur_54322বিভ্রান্ত হওয়ার কিছু নেই। শাবনূরকে নিয়েই খবর। তার একটি সিনেমার পর ‘স্বপ্নের বিদেশ’। বেশ কয়েক বছর ধরে সিনেমাটি অসমাপ্ত অবস্থায় রয়েছে। আর এ সময়ে বেশির ভাগ সময় বিদেশেই কাটিয়েছেন স্বপ্নের নায়িকা শাবনূর।

মাঝে বেশ কিছুদিন দেশে থেকে দুই মাস আগে অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন শাবনূর। ১৫ নভেম্বর রাতে দেশে ফিরে এসেছেন তিনি। আশা করা হচ্ছে, এবার চলচ্চিত্রে নিয়মিত হবেন জনপ্রিয় এই অভিনেত্রী।

বিয়ের ঘোষণা এসেছে বেশ দেরিতে। এর পরপরই মাতৃত্বজনিত কারণে আড়ালে চলে যান জনপ্রিয় এ নায়িকা। তবে সর্বশেষ সফরে তাকে বেশকিছু অনুষ্ঠানে দেখা গেছে। তখন একটি সিনেমার শুটিংয়ে অংশও নেন। কথা দিয়েছিলেন ওজন কমিয়ে আবারো নিয়মিত হবেন চলচ্চিত্রে।

জানা গেছে, ওজন কমিয়েছেন শাবনূর৷ ক্যামেরার সামনে নিয়মিত হওয়ার পরিকল্পনা থেকেই এই প্রস্তুতি। সর্বশেষ ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের প্রযোজনা ও সালাহউদ্দিন লাভলুর পরিচালনায় ‘জনম জনম’ নামের নতুন একটি ছবি হাতে নিয়েছিলেন। কিন্তু নানা কারণে এর কাজ শুরু হয়নি। মুক্তির অপেক্ষায় ‘স্বপ্নের বিদেশ’, ‘অবুঝ ভালোবাসা’, ‘এমনও তো প্রেম হয়’ ও ‘পাগল মানুষ’।


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

স্পটলাইট

Saltamami 2018 20 upcomming films of 2019
Coming Soon
ঈদুল আজহায় কোন সিনেমাটি দেখছেন?
ঈদুল আজহায় কোন সিনেমাটি দেখছেন?
ঈদুল আজহায় কোন সিনেমাটি দেখছেন?

[wordpress_social_login]

Shares