Select Page

বিপাশার জন্মদিনে আব্দুল আজিজের উপহার

বিপাশার জন্মদিনে আব্দুল আজিজের উপহার

18013_692830354178696_8539059553445152866_n

জনপ্রিয় আইটেম গার্ল বিপাশা কবিরের জন্মদিন শনিবার (২৩ মে)। জন্মদিনে জাজ মাল্টিমিডিয়ার নতুন সিনেমার প্রধান নায়িকার চরিত্র উপহার পেলেন তিনি। সৈকত নাসির পরিচালিত চলচ্চিত্রটির নাম ‘তালাশ’।

শনিবার জাজের কর্নধার আব্দুল আজিজ ফেসবুকে খবরটি জানান। নিচে স্টাটাসটি তুলে দেওয়া হলো—

‘বিপাশা কবির তোকে বলছি

ভাই-বোনের সম্পর্ক সবসময় মধুর, সবসময় অন্যরকম… তার জলন্ত প্রমান আমরা এই দুই ভাই-বোন….

আমরা এক মায়ের পেটের ভাই-বোন না হলেও, আমরা আপন ভাই-বোনের চেয়ে কোন অংশে কম না…

তোর মনে আছে, প্রায় তিন বছর আগে , কারো সাথে ঝগড়া করে তোর অনেক অনেক মন খারাপ ছিল, তুই ফোন করে আমাকে দেখা করতে বললি খুব জরুরীভাবে, আমি তোর সাথে দেখা করলাম, শান্তিনগরের মোহনা নামক ছোট্ট রেস্টুরেন্টে…. আমাকে দেখে তুই আমার বুকের উপর ঝাপিয়ে পরে হাউমাউ করে কান্না শুরু করলি… ননস্টপ ৪ ঘন্টা কান্না করেছিলি…

আমি জানি কান্না করার তোর বুকের অভাব নাই… কিন্তু সত্যিকারের ভাইয়ের বুকের অভাব ছিল, মনে হয় এখনো আছে….

ভাইরে, তোর সেদিনের মত আজ আমারও মন অনেক অনেক খারাপ…. তুই কাঁদতে পেরেছিলি কিন্তু আমি পারছি না…

তোর জন্মদিনের উপহার হিসাবে তোকে “তালাশ-THE CRYSIS” এই সিনেমাটা দিলাম… তুইই মুল চরিত্র, পরিচালক সৈকত নাসের….

তোর জন্মদিনে, তোর জন্য রইলো অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা….’

 


মন্তব্য করুন