Select Page

বিবিসি লন্ডনের মুখোমুখি রুহী

বিবিসি লন্ডনের মুখোমুখি রুহী

57100_e2র‌্যাম্প মডেলের পরিচয় ছাড়িয়ে  নায়িকা হিসেবে  পরিচিতি পেতে যাচ্ছেন রুহী।  মনসুর আলী খান পরিচালিত বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক গল্প অবলম্বনে নির্মিত ‘সংগ্রাম’ চলচ্চিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় এই র‌্যাম্প তারকা।

আগামীকাল লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘লাইমলাইট ফিল্মস অ্যাওয়ার্ড-২০১৩’। এই অনুষ্ঠানে ‘সংগ্রাম’ ছবির নায়িকা হিসেবে যোগ দিতে গত ২১শে মে রুহী ঢাকা ছেড়েছেন। এদিকে ‘সংগ্রাম’ ছবির নায়িকা হিসেবেই গত ২৮শে মে তিনি ‘বিবিসি লন্ডন’ (বেতার) এর মুখোমুখি হয়েছিলেন। বিবিসি লন্ডনের জনপ্রিয় অনুষ্ঠান ‘সানি অ্যান্ড সাই’। এই অনুষ্ঠানেই আমন্ত্রিত হয়েছিলেন রুহী।

অনুষ্ঠানটিতে রুহী ৪০ মিনিট কথা বলেন। তিনি এই অনুষ্ঠানে মূলত ‘সংগ্রাম’ ছবি সম্পর্কে বিভিন্ন তথ্য দেয়ার পাশাপাশি বলেছেন বাংলাদেশের চলচ্চিত্রের বর্তমান অবস্থা ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে নানা কথাসহ তার আগামীদিনের পরিকল্পনাও জানান।

আগামী ৯ই জুন রোববার বিবিসি লন্ডনে লন্ডন স্থানীয় সময় দুপুর ১টায় তার সাক্ষাৎকারটি প্রচার হবে। এদিকে আগামী বিজয় দিবসে মুক্তির লক্ষ্যে মনসুর আলী খান  ‘সংগ্রাম’ ছবিটির কাজ দ্রুত শেষ করছেন।

সুত্র: মানবজমিন


মন্তব্য করুন