বিশেষ অনুরোধে চলচ্চিত্রে ববিতা
জনপ্রিয় চিত্রনায়িকা ববিতা গত কয়েক বছর ধরে চলচ্চিত্র থেকে দূরে আছেন। কানাডা প্রবাসী একমাত্র সন্তানের সাথেই বছরের বেশিরভাগ সময় কাটান তিনি। তবে চলচ্চিত্রকে একেবারে বিদায়ও জানান নি। সম্প্রতি নতুন একটি চলচ্চিত্রে অভিনয়ের ব্যাপারে রাজী হয়েছেন ববিতা – তবে কিছু শর্তও জুড়ে দিয়েছেন তিনি।
যে ছবিতে কাজ করার জন্য রাজী হয়েছেন তার নাম ‘মাটি’, নির্মাতা বিখ্যাত চলচ্চিত্রকার ছুটির ঘন্টা-খ্যাত আজিজুর রহমান। এ ছবির মাধ্যমে তিনিও দীর্ঘদিন পর চলচ্চিত্র নির্মানে ফিরছেন।
চলচ্চিত্রে অভিনয়ে ববিতার অন্যতম শর্ত – তার চরিত্রটি গুরুত্বপূর্ণ হতে হবে। মাটি চলচ্চিত্রের গল্প তাকে ঘিরেই। যুদ্ধোত্তর বাংলাদেশ এবং একজন যুদ্ধশিশুকে নিয়ে ছবির কাহিনী।
ছবিটি করার ব্যাপারে রাজি ছিলেন না – এমনটিই জানিয়েছেন ববিতা। পরিচালকের বিশেষ অনুরোধে কাজ করতে সম্মত হয়েছেন বটে, তবে চিত্রনাট্য খুঁটিয়ে খুঁটিয়ে দেখেই তবে ক্যামেরার সামনে দাড়াবেন বলে জানিয়েছেন পরিচালককে।
আগামী মে অথবা জুন মাসে ছবির জন্য ক্যামেরার সামনে দাড়াবেন ববিতা। ‘মাটি’র কাহিনী রচনা করেছেন রাজু আহম্মেদ। ছবিটির শ্যুটিং হবে বাংলাদেশ এবং কানাডায়।
সূত্র: বাংলানিউজ