Select Page

বিয়ে করে দশ দিন পর প্রকাশ করলেন পরী মনি

বিয়ে করে দশ দিন পর প্রকাশ করলেন পরী মনি

বিয়ে করে ফেললেন পরী মনি। তার বর কামরুজ্জামান রনি ছোট পর্দার নির্মাতা। ১০ মার্চ রাতে রাজারবাগ কাজি অফিসে লুকিয়ে বিয়ে করেন তারা। বৃহস্পতিবার রাতে বিয়ের খবর প্রকাশ করেন এই দম্পতি। সে দিন তারা মংলায় ছিলেন। সেখানে পরী মনির ‘অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন’ ছবির শুটিং চলছে।

অভিনেত্রী ও নির্মাতা হৃদি হকের ‘১৯৭১: সেই সব দিন’ ছবির সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন রনি। ছবিটিতে অভিনয় করছেন পরী মনি। সিনেমাটিতে কাজ করতে গিয়ে নিজেদের মধ্যে বোঝাপড়া তৈরি হয় তাঁদের। একপর্যায়ে রনিই বিয়ের প্রস্তাব দেন পরীকে। মনে মনে রনির প্রতি দুর্বল পরী সেই প্রস্তাব এড়াতে পারেননি।

পরী মনি প্রথম আলোকে বলেন, ‘প্রায় পাঁচ মাস আগে ছবির গল্প শোনানোর জন্য হৃদি আপুসহ রনি এসেছিল আমাদের বাসায়। তখন আমি তাঁকে খেয়ালই করিনি। শুটিংয়ে গিয়ে কোথায় থাকব কীভাবে যাব, সেসব নিয়ে তাঁর সঙ্গে প্রথম আলাপ শুরু হয়। এভাবেই একসময় আমাদের মধ্যে সখ্য গড়ে ওঠে। মার্চের ৩ থেকে ৭ তারিখ আমরা ঠাকুরগাঁওয়ে শুটিং করি। সেখানে ভীষণ আনন্দে সময় পার হয়ে যায়। ৮ মার্চ ঢাকায় এসে আমি তাঁকে খুব মিস করছিলাম। পরদিন ৯ মার্চ আমরা দেখা করি এবং সে আমাকে বিয়ের প্রস্তাব দেয়। আমার মন যেন কেমন করে ওঠে। ওই রাতেই আমরা বিয়ে করে ফেলি।’

লুকিয়ে বিয়ে করেছেন কেন? জানতে চাইলে তিনি বলেন, ‘আমার পরিবারের কেউ বিয়ের ব্যাপারটা জানে না। পালিয়ে বিয়ে করার মজাটা নিতে চেয়েছিলাম। সময় নিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করব।’

রনি বলেন, ‘আমরা এখন একটা অন্য রকম সময়ের মধ্যে যাচ্ছি। মোংলায় পরীর শুটিং সেটে আমরা সময় কাটাচ্ছি। নিজেদের একটু গুছিয়ে নিয়ে আমরা বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করব।’


মন্তব্য করুন