Select Page

বুবলিই হচ্ছেন কাজী হায়াৎ-শাকিব জুটির নায়িকা

বুবলিই হচ্ছেন কাজী হায়াৎ-শাকিব জুটির নায়িকা

# ‘বীর’ সিনেমায় শাকিবের নায়িকা নিয়ে গুঞ্জন থাকলেও কোনে চমক নেই আর
# শবনম বুবলি থাকছেন প্রধান নারী চরিত্রে
# এ চরিত্রে প্রস্তাব দেওয়া হলে ফিরিয়ে দেন জয়া আহসান

‘বীর’ চলচ্চিত্রে প্রথমবার একসঙ্গে কাজ করছেন কাজী হায়াৎ-শাকিব খান। কে হচ্ছেন নায়িকা, এ নিয়ে চলছিল নানা জল্পনা-কল্পনা। তবে শেষ পর্যন্ত ফলাফলে কোনো চমক থাকল না। সিনেমাটিতে অভিনয় করছেন শবনম বুবলি। এনটিভি অনলাইনকে খবরটি জানান নির্বাহি প্রযোজক মোহাম্মদ ইকবাল।

তিনি বলেন, “আমাদের ‘বীর’ ছবিতে শাকিব খানের বিপরীতে নায়িকা বুবলিকে নিচ্ছি। এরই মধ্যে তার সঙ্গে কথা হয়েছে। ১০ তারিখ থেকে আমরা ছবির শুটিং শুরু করব।”

ইকবাল বলেন, “বুবলি চলচ্চিত্র শুরু করেছিল ‘বসগিরি’ ছবির মাধ্যমে। কিন্তু  আমার প্রযোজিত ‘শুটার’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয়েছে। দুটো ছবি একসঙ্গে মুক্তি পেলেও আমার ‘শুটার’ ছবিটি আগে সেন্সর ছাড়পত্র পায়। সেই থেকে তার প্রতি আমার আলাদা একটা ভালোবাসাও আছে। কিছুদিনের মধ্যে আমরা নায়িকাকে নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবো।”

তবে প্রথমে জয়া আহসানকে নায়িকা হওয়ার প্রস্তাব দেওয়া হয়। তিনি রাজি হননি।

প্রি-প্রডাকশনের অগ্রগতি নিয়ে ইকবাল বলেন, ‘আমরা ছবির চিত্রনাট্যের কাজ শেষ করেছি। গানের রেকর্ডিংগুলো শেষ করছি। এখন লোকেশন দেখছি। আগামী ১০ জানুয়ারি ছবির শুটিংয়ের জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। সব ঠিক থাকলে সময়মতোই শুটিং শুরু হবে ইনশাআল্লাহ।’ছবির পরিচালক কাজী হায়াৎ এখন চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে রয়েছেন। চিকিৎসা শেষে তিনি দেশে ফিরে শুটিং শুরু করবেন। আর এ ছবিটিই হতে যাচ্ছে কাজী হায়াৎ পরিচালিত ৫০তম চলচ্চিত্র।


মন্তব্য করুন