Select Page

‘নিজ গুণেই এগিয়ে যাচ্ছেন বুবলি’

‘নিজ গুণেই এগিয়ে যাচ্ছেন বুবলি’

sobnom-bubli

‘একজন নায়িকার যদি নিজস্ব প্রতিভা না থাকে তাহলে জনপ্রিয়তা সম্ভব নয়। আমার সাথে তো অনেক নায়িকাই জুটি বেঁধে অভিনয় করেছেন। কিন্তু কয়জন আলোচনায় এসেছেন। বুবলিকে নিয়েই মিথ্যাচার দুঃখজনক। তিনি তার নিজ গুণেই এগিয়ে যাচ্ছেন।’

শবনম বুবলি সম্পর্কে শাকিব খানের উদ্ধৃতিটি প্রকাশ করেছে ইত্তেফাক

অপুর পর শাকিবের সাথে অভিনয় করে নবাগত বুবলি বেশ জনপ্রিয়। ঈদুল আজহায় তাদের দুটি ছবিই বেশ দর্শকপ্রিয়তা পেয়েছে। তবে বিষয়টি নেতিবাচক হিসেবে প্রচার হচ্ছে অনেকভাবেই।

shakib-bubli

অনেকে বলছেন শাকিবের সাথে জুটি বাঁধার কারণেই বুবলি ইন্ডাস্ট্রিতে প্রচার পাচ্ছে। তবে এই বিষয়টি পুরোপুরি ভিত্তিহীন বলছেন শাকিব খান।

এর আগে শাকিব ও বুবলির ব্যক্তিগত বিষয়াদি নিয়ে নানা ধরনের গল্প ছড়িয়ে পড়ে বাজারে। এ নিয়ে দুই তারকা আলাদা আলাদাভাবে প্রতিবাদ করেন। তারা এ বিষয়ে তথ্যমন্ত্রীর হস্তপেক্ষও আশা করেন।

শোনা গিয়েছিল, শাকিবের বিপরীতে বেশ কয়েকটি সিনেমা অভিনয় করতে যাচ্ছেন বুবলি। এখনো পর্যন্ত তার কোনো অগ্রগতি দেখা যায়নি।


মন্তব্য করুন