Select Page

বুসানের ফিল্ম মার্কেটে নির্বাচিত ‘সুুরাইয়া’

বুসানের ফিল্ম মার্কেটে নির্বাচিত ‘সুুরাইয়া’

শিবব্রত বর্মনের গল্প থেকে ‘ঊনলৌকিক’, ‘ক্যাফে ডিজায়ার’-এর মতো প্রশংসিত ওয়েব সিরিজ ও ফিল্ম উপহার দিয়েছেন রবিউল আলম রবি। এবার একই লেখকের গল্প থেকে নির্মিতব্য ছবি পেল সুখবর।

প্রথম আলো জানায়, বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের গুরুত্বপূর্ণ আয়োজন এশিয়ান প্রজেক্ট মার্কেটে (এপিএম) জায়গা পেয়েছে বাংলাদেশের এই লেখক-নির্মাতা জুটির ‘সুরাইয়া’।

এশিয়ান প্রজেক্ট মার্কেট নামের গুরুত্বপূর্ণ সিনেমা বাজার বিভিন্ন দেশের নামীদামি প্রযোজক, সহপ্রযোজক, ডিস্ট্রিবিউটর, চলচ্চিত্র উৎসবের আয়োজকসহ অন্যদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দেয়। মেলে আর্থিক সহযোগিতা। প্রি–প্রোডাকশন ও পোস্ট প্রোডাকশনের জন্য সরাসরি সহযোগিতা পাওয়া যায়। পাওয়া যায় প্রযুক্তিগত সাহায্যও। সব মিলিয়ে এশিয়ার অন্যতম বড় এই চলচ্চিত্র বাজার নিয়ে তরুণ নির্মাতাদের ব্যাপক আগ্রহ থাকে। সম্মানজনক এই প্রজেক্ট মার্কেটে নির্বাচিত হওয়া সিনেমাগুলোকে আলাদা করে গুরুত্ব দেওয়া হয়। কারণ, এসব সিনেমা কান, বার্লিন ভেনিস, টরন্টোসহ সম্মানজনক উৎসবে জায়গা করে নেয়।

সিনেমাটির প্রযোজনার সঙ্গে যুক্ত রয়েছেন ফজলে হাসান। তিনি এর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ফিল্ম বিষয়ে পড়াশোনা করেছেন। বর্তমানে তিনি এশিয়ান ফিল্ম স্কুলে প্রযোজনার ওপর ডিপ্লোমা করছেন। কোরিয়া থেকে তিনি জানান, গল্পটি ‘সুরাইয়া’ নামের এক মেয়েকে নিয়ে। মেয়েটির একটা স্বপ্ন আছে, তার জীবনের নানা সংকট রয়েছে। সেগুলো নিয়ে স্ট্রাগল করতে হয়। একসময় সুরাইয়া হয়ে ওঠে সাময়িক বাংলাদেশের একটি মেয়ের চরিত্র। সামাজিক বাস্তবতার নানা দিক উঠে আসবে সিনেমায়।

দীর্ঘ ১০ বছর ধরে নির্মাতার পাশাপাশি লেখালেখিতে জড়িত রবিউল আলম। এ সময়ে তিনি একাধিক ফিকশন নির্মাণ করেছেন, বানিয়েন ‘একি পথে’, ‘অ্যাকোরিয়াম’, ‘মাগফিরাত’সহ বেশ কিছু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। ২০১৮ সালে নির্মিত ‘ইতি, তোমারই ঢাকা’ সিনেমার পরিচালনার সঙ্গে জড়িত ছিলেন। সিনেমাটি ২৩তম বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার হয়।

এ বছর এশিয়ান প্রজেক্ট মার্কেটে ৫০ দেশ থেকে ৩৯৯টি চিত্রনাট্য জমা পড়ে। প্রজেক্ট মার্কেট শুরুর পর এ সংখ্যা এবার দ্বিতীয় সর্বোচ্চ। এ বছর সবচেয়ে বেশি প্রজেক্ট এসেছিল চীন, হংকং, তাইওয়ান ও জাপান থেকে। এবার জায়গা পাওয়া বেশ কিছু পরিচালক রয়েছেন তাঁদের ছবি এর আগে বার্লিন, ভেনিস চলচ্চিত্রসহ বেশ কিছু চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে। আয়োজকেরা জানিয়েছে, তুলনামূলকভাবে এশিয়া থেকেও এই প্রজেক্টসংখ্যা বাড়ছে। এশিয়ার বেশির ভাগ তরুণ নির্মাতাদের আগ্রহ তাদের আলাদা করে নজর কেড়েছে।

আগামী ৪-১৩ অক্টোবর পর্যন্ত চলবে বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। এর মধ্যে ৭-১০ দিন চলবে এশিয়ান প্রজেক্ট মার্কেটের সিনেমা নিয়ে নানা আয়োজন। প্রজেক্ট মার্কেটে সিনেমাটিকে ভালোভাবে তুলে ধরতে পারলে বড় প্রযোজনা প্রতিষ্ঠানের তহবিল পাওয়া, কখনো পাওয়া যায় প্রযুক্তিসহ বড় সহযোগিতা।

‘সুরাইয়া’ গল্পটি শিবব্রত বর্মনের একই নামের গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।


মন্তব্য করুন