Select Page

পরিচিত নির্মাতাদের নিয়ে ফারুকীর নেতৃত্বে ‘মিনিস্ট্রি অব লাভ’

পরিচিত নির্মাতাদের নিয়ে ফারুকীর নেতৃত্বে ‘মিনিস্ট্রি অব লাভ’

বেশ তোড়জোর করেই ১২ জন নির্মাতার ১২টি ভালোবাসার গল্প নিয়ে চরকিতে আসছে ‘মিনিস্ট্রি অব লাভ’। যার নেতৃত্বে আছেন মোস্তফা সরয়ার ফারুকী। তবে নির্মাতা তালিকায় নেই তেমন কোনো বৈচিত্র্য। মূলত ঢাকার ওটিটি ইন্ডাস্ট্রি তাদেরই দখলে। এখন দেখার বিষয় কী কনটেন্ট উপহার দিতে যাচ্ছেন তারা।

আজ বৃহস্পতিবার (৩ আগস্ট) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘মিনিস্ট্রি অব লাভ’ নিয়ে বিস্তারিত তুলে ধরা হয় চরকির পক্ষ থেকে।

অনুষ্ঠানে ‘মিনিস্ট্রি অব লাভ’-এর ফিল্মগুলো নিয়ে বিস্তারিত তথ্য জানানোর পাশাপাশি ১২ সদস্যকে শপথ পাঠ করান অভিনেতা আফজাল হোসেন।

‘মিনিস্ট্রি অব লাভ’ এর ফিল্ম এবং এর নির্মাতারা হচ্ছেন- ‘Something like an autobiography’ এবং ‘Last Defenders Of Monogamy’ পরিচালনা করবেন মোস্তফা সরয়ার ফারুকী। ‘ফরগেট মি নট’ নামের ফিল্মটি পরিচালনা করবেন রবিউল আলম রবি।

‘কাছের মানুষ দূরে থুইয়া’র পরিচালক শিহাব শাহীন, ‘উঁকি’ পরিচালনা করবেন রেদওয়ান রনি। ‘উই নিড টু টক’ পরিচালনা করবেন আশফাক নিপুন, ‘অবনী’ পরিচালনা করবেন আবু শাহেদ ইমন ‘মুহাব্বাত’ পরিচালনা করবেন রায়হান রাফী, ফিফটি ফিফটি পরিচালনা করবেন রাকা নোশিন নাওয়ার এবং শঙ্খ দাশগুপ্ত, ‘জুঁই’ পরিচালনা করবেন আরিফুর রহমান ৩৬-২৪-৩৬ পরিচালনা করবেন রেজাউর রাহমান এবং সোল্ডারম্যান পরিচালনা করবেন অনম বিশ্বাস।

মিনিস্ট্রি অব লাভ নিয়ে বিশেষ বক্তব্য দেন চরকি-র সিইও রেদওয়ান রনি এবং মিডিয়াস্টার লিমিটেড-এর পরিচালক ও প্রথম আলো-র সম্পাদক জনাব মতিউর রহমান।

অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর এবং জনপ্রিয় স্ট্যান্ড-আপ কমেডিয়ান আমিন হান্নান চৌধুরী।

জানানো হয়, ২০২৩ এবং ২০২৪ এর মধ্যে পর্যায়ক্রমে এই ফিল্মগুলো রিলিজ হবে চরকিতে। আর নির্মাতা এবং কো-প্রডিউসার হিসেবে এই প্রকল্পের সার্বিক তত্ত্বাবধানে থাকছেন মোস্তফা সরয়ার ফারুকীর। এই ১২টি চরকি অরিজিনাল ফিল্মে দেখা যাবে ভালোবাসার ভিন্ন সব রঙ, ভালোবাসার বিচিত্র সব রূপ, ভালোবাসার বৈচিত্র্যময় সব অনুভূতি।


মন্তব্য করুন