Select Page

বৃষ্টি ভেজা রোমান্স (ভিডিও)

বৃষ্টি ভেজা রোমান্স (ভিডিও)

চতুর্থ সিনেমায় এসে বৃষ্টিতে ভিজলেন শাকিব খান-শবনম বুবলি। রোববার সন্ধ্যায় প্রকাশ হওয়া ‘রিমঝিম’ শিরোনামের গানে তাদের পাওয়া গেল রোমান্সের আবহে! তবে ঠিকঠাক জমেনি। দুই তারকাকে স্বতস্ফুর্ত লাগেনি। বিশেষ করে বুবলির এক্সপ্রেশন ছিল হতাশাজনক।

প্রিয় চট্টোপাধ্যায়ের লেখায় সুর-সঙ্গীত করেছেন ডাব্বু। কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ ইরফান ও অন্তরা মিত্র। কেমন যেন হিন্দি ‘মোহরা’ সিনেমার ‘টিপটিম বরষা পানি’র রেশ পাওয়া গেল গান জুড়ে।

লোকেশন ও দৃশ্যায়নের আয়োজন একেবারে সাদামাটা। ছিল না বৈচিত্র্য। কোরিওগ্রাফিও দেখার মতো নয়। এবার শাকিব নয়, নায়িকা বুবলিই দর্শকদের দিকে চোখ টিপলেন। যদিও শাকিব ব্যস্ত ছিলেন অন্যদিকে!!

সিনেমাটি মুক্তি পাবে ঈদুল আজহায়। পরিচালনা করেছেন শামীম আহমেদ রনি ও আব্দুল মান্নান।


মন্তব্য করুন