Select Page

‘বেপরোয়া’ বিভ্রান্তি : মুখ খুললেন রোশান

‘বেপরোয়া’ বিভ্রান্তি :  মুখ খুললেন রোশান

শেষ মুহূর্তে এসে জানা গেল ঢাকার বাইরে মাত্র একটি হলে মুক্তি পাচ্ছে ‘বেপরোয়া’। এ নিয়ে মুখ ফেসবুকে খুললেন নায়ক রোশান।

তিনি বলেন, “বেপরোয়া ঈদে রিলিজ না দিতে পারার কারন & পরবর্তী রিলিজ প্লানিং নিয়ে কিছু কথা :

প্রথমেই আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে ছবিটি #ঈদে আপনাদের পাশের পেক্ষাগৃহে মুক্তি দিতে না পারায়।

গত ১৯ তারিখ সেন্সর পাওয়ার কথা ছিল #বেপরোয়া সিনেমার৷কিন্তু সেইদিন শাকিব ভাইয়ের ক্যাপ্টেন খানসহ আরো একটি মুভির প্রদর্শনী শেষ করে সেন্সর প্রদান করা হয়।এবং সেইদিন সেন্সর বোর্ড আর ছবি না দেখার সিদ্ধান্ত নেন৷ মানে গত কাল(২০ তারিখ) সেন্সর বোর্ডের সম্মানিত সদস্যরা কোন ছবি দেখবেন না সেটাই কনফার্ম ছিল। যার কারনে আমরা সেন্সর নিয়ে সম্পুর্ণ অনিশ্চয়তার মধ্যে ছিলাম এবং বেপরোয়া ছবিটা নেয়ার জন্য অপেক্ষমান সম্মানিত হল মালিকরা যখন ১৯ তারিখ রাতে আমাদের কাছে লাস্ট আপডেট জানতে চান এবং #বেপরোয়া ছবিটার বুকিং নিতে চান তখন জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আব্দুল আজিজ ভাই তাদেরকে জোর দিয়ে পজিটিভ কিছু শুনাতে পারেননি এবং ছবিটাও দিতে পারেননি। যার ফলে আশাহত সম্মানিত হল মালিকরা মোটামুটি নিশ্চিত ছিলেন যে #বেপরোয়া সেন্সর পাবেনা।আব্দুল আজিজ ভাই চাননি কেউ ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হোক।তাই কাউকে অনিশ্চয়তার মধ্যে না রেখে হল মালিকদের মুক্ত করে দেন কারন যদি আমরা সেন্সর না পেতাম তারা ক্ষতিগ্রস্ত হতেন।একজন ব্যবসায়ী হয়ে তিনি কাউকে অনিশ্চয়তার মধ্যে রাখতে চাননি। যার দরুণ আমরা গতকাল( ২০তারিখ) রাতে সেন্সর পাওয়ার আগেই তারা যার যার মতো করে অন্য ছবির বুকিং নিয়ে নেন। তাই আমরা আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করি৷ তবে ১টি হলে নাম মাত্র দেয়া হয়েছে শুধুমাত্র কমিটমেন্ট রক্ষার জন্য। কারন আমরা মুক্তি দিব বলে কথা দিয়ে ছিলাম।

আমরা চাইলেই ঈদে বেশকিছু হলে হয়তো মুক্তি দিতে পারতাম। #কেন_দেয়নি_তাহলে!!!

কারন বেপরোয়া দেশীয় ছবি হিসেবে অনেক বড় বাজেটের( ৪কোটি প্লাস) ছবি। ব্যক্তিগতভাবে যদি বলি অনেক প্রত্যাশা আমার এই ছবিটিকে ঘিরে। কারন এর আগে আমি কোন ছবিতে আমার মতো করে আপনাদের সামনে নিজেকে তুলে ধরতে পারিনি। আমি এবং আমরা চাই ছবিটি অনেকগুলো হলে মুক্তি দিতে। ১৯তারিখ সেন্সর পেলে হয়তো ৭০-৮০ টি হলে আমরা মুক্তি দিয়ে দিতে পারতাম। কিন্তু তা না হবার কারনে আমরা ছবি রিলিজের তারিখ পিছিয়েছি৷

#পরবর্তী_রিলিজ_প্লান :

আরো প্রচারণার এবং প্রস্তুতি নিয়ে আমরা অল্প কয়েক সপ্তাহের মধ্যে ছবিটা রিলিজ দিচ্ছি। আশা করবো আপনাদের সাপোর্ট আমার জন্য সব সময় থাকবে৷ ইনশাআল্লাহ বেপরোয়া বিন্দুমাত্র হতাশ আপনাদের করবেনা৷

সবাইকে ঈদের শুভেচ্ছা! সেই সাথে
শুভকামনা #ক্যাপ্টেন খানে সহ ঈদে মুক্তি পেতে যাওয়া সকল ছবির জন্য।
সবাই সুস্থতা কামনা করছি।”


মন্তব্য করুন