Select Page

সজল এবার বেলুন বিক্রেতা

সজল এবার বেলুন বিক্রেতা

বেলুন বিক্রেতা সজল পৌষের হিমবুকে

ছোটপর্দার জনপ্রিয় নায়ক সজল একজন রোমান্টিক হিরো হিসেবেই বেশি পরিচিত। তবে ইদানীং বিভিন্ন চ্যালেঞ্জিং চরিত্রের নাটকগুলোতেও অভিনয় করতে দেখা যাচ্ছে তাকে। কিছুদিন পূর্বে ‘মইষাল’ চরিত্রে অভিনয় করে সংবাদের শিরোনাম হয়েছিলেন তিনি। এবার জানা গেল,  বেলুন ও মুখোশ বিক্রেতা হিসেবে উপস্থিত হচ্ছেন ছোটপর্দায়।

সজল অভিনীত এই নাটক নাটকটির নাম ‘পৌষের হিমবুকে’, পরিচালনা করেছেন মাহমুদ দিদার। নাটকে সজলের বিপরীতে অভিনয় করেছেন স্বাগতা। সম্প্রতি পুরানো ঢাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়, মগবাজারসহ বেশকিছু জায়গায় নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে।

পৌষের হিমবুকে সম্পর্কে সজল বলেন, ‘আমি বরাবরই অভিনয়কে জাহির করে তুলে ধরা যায় এমন গল্পগুলোকে প্রাধান্য দিই। গল্প ও চরিত্রের যত গভীরে যাওয়া যায়, ঠিক ততটাই যাওয়ার চেষ্টা করি। নতুন নতুন গল্প খুঁজে বেড়াই যেসব চরিত্রে অভিনয়টা অনেক বেশি চ্যালেঞ্জিং। একজন অভিনেতা হিসেবে নিজের আনন্দটাও সেখানেই। ঠিক তেমনই একটি নাটক ‘পৌষের হিমবুকে’।

নাটকটির পরিচালক মাহমুদ দিদার বলেন, ‘গল্পটি যে কারও মনকে ছুঁয়ে যাবে। গ্রামের একটি শিক্ষিত যুবক অর্থের প্রয়োজনে চাকরি না পেয়ে শহরে এসে বেলুন ও মুখোশ বিক্রে করে জীবন-যাপন করে। এই নাটকটি দেখলে যে কেউ অনুভব করতে পারবে একজন মুখোশ কিংবা বেলুন বিক্রেতার জীবনটা কেমন হয়। তার জীবনের কষ্টগুলোর চেহারা কেমন হয়। সজল বরাবরই এই ধরনের চরিত্রের মধ্যে নিজেকে খুব সহজেই মানিয়ে নেয়। তাই কাজটি সবদিক থেকেই পরিপূর্ণ। আশাকরি দর্শকদের ভালো লাগবে।’

নাটকটি শিগগির একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হবে।


মন্তব্য করুন