Select Page

বেশি সিনেমার জুটি বাপ্পী-পরী

বেশি সিনেমার জুটি বাপ্পী-পরী

bappy-porimoni

বাপ্পী চৌধুরীর জন্মদিন ছিল রোববার। আর সেই দিনেই তিনটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন— তারেক শিকদারের ‘দাগ’, ওয়াকিল আহমেদের ‘তুমি স্বপ্ন তুমি সাধনা’ ও ওয়াজেদ আলী সুমনের ‘জানবাজ’। আর সবগুলোর নায়িকা পরী মনি

এ প্রসঙ্গে বাপ্পী বলেন, ‘পরীমনির সঙ্গে এরই মধ্যে বেশ কিছু ছবিতে অভিনয় করেছি। ভালোভাবে কাজ করতে গেলে চলচ্চিত্রে একটা জুটির অবশ্যই প্রয়োজন। আর পরিচালকরাও পরী ও আমাকে নিয়ে ছবি নির্মাণ করতে ইচ্ছুক। সবকিছু মিলে আমরা জুটি হিসেবে যেন সফল হতে পারি এটাই সবার কাছে চাওয়া।’

নতুন তিন ছবির মধ্যে ‘তুমি স্বপ্ন তুমি সাধনা’র শুটিং শুরু হবে ১ জানুয়ারি। শুরু হবে ‘দাগ’ ও ‘জানবাজ’। বাপ্পী-পরী জুটির প্রথম ছবি ‘লাভার নাম্বার ওয়ান’ মুক্তি পেয়েছে চলতি বছর। এরপর ‘বুকের মাঝে প্রেমের আগুন’, ‘আপন মানুষ’, ‘মোল্লা’সহ বেশ কিছু ছবিতে একসঙ্গে কাজ করছেন।

সব মিলিয়ে এ জুটির হাতে আছে ৭টির মতো জুটি। বর্তমানে এতো ছবি কোনো জুটির হাতে নেই।


মন্তব্য করুন