Select Page

বৈশাখে মুক্তি পাবে শাকিব-অপুর নতুন ছবি

বৈশাখে মুক্তি পাবে শাকিব-অপুর নতুন ছবি

ব্যক্তিগত জীবনের জটিলতার কারণে আর কোনো নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হতে দেখা যাবে না শাকিব খানঅপু বিশ্বাসকে। আপাতত এটা বলাই যায়।

তবে আগে শুটিং করা ছবি মুক্তি পেতে তো বাধা নেই। তা-ই হচ্ছে বৈশাখে। আর সেই ছবির নাম ‘পাঙ্কু জামাই’।

সিনেমাটির শুটিং শুরু হয়েছিল ২০১৬ সালের জানুয়ারিতে। ওই সময় টানা শুটিংয়ে ছবির বেশিরভাগ কাজও সম্পূর্ণ হয়েছিল। এরপর হঠাৎ মাতৃত্বজনিত কারণে অপু পর্দার অন্তরালে চলে যাওয়ায় থেমে ছিল ছবির কাজ, শাকিবও ব্যস্ত ছিলেন অন্য ছবির শুটিংয়ে।

২০১৭ সালের ৭ অক্টোবর ফের এই ছবির শুটিং করেন অপু। এফডিসি ও পূবাইলে তিনদিন শুটিং করে অপু তার অংশের কাজ শেষ করেন। তখন অবশ্য শাকিব ছিলেন না। তাই শাকিবের কারণে থেমে ছিল ‘পাঙ্কু জামাই’ ছবির শেষ দিকের কাজ।

অবশেষে সবকিছু ছাপিয়ে ‘পাঙ্কু জামাই’ শেষ করলেন শাকিব খান। ঢালিউডের শীর্ষ এই নায়ক চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানিয়েছেন। শাকিব খান বলেন, গত মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ‘পাঙ্কু জামাই’ ছবির ডাবিং করেছি। অল্পকিছু অংশের ডাবিং বাকি, ওটাও শিগগির শেষ করে দেব।

তিনি বলেন, এর আগে আমি চাই না আমার কারণে কোনো ছবির মুক্তি আটকে থাকুক, প্রযোজক লোকসান গুনুক।

‌‘পাঙ্কু জামাই’ ছবিটি পরিচালনা করছেন আব্দুল মান্নান। প্রযোজনা করছেন মোজাম্মেল হক সরকার।

প্রযোজক বলেন, শাকিব-অপু কারো শুটিং বাকি নেই। শাকিব শুধু একবেলা ডাবিংয়ে সময় দিলে টোটাল কাজ শেষ হবে। মোজাম্মেল হক আরো বলেন, শাকিব কলকাতা থাকবে। আগামী সপ্তাহে কলকাতা গিয়ে তার ডাবিং করিয়ে আনার প্ল্যান আছে। আর দেরি নয়, সবকিছু ঠিক থাকলে কমেডি ধাঁচের গল্পে নির্মিত ‘পাঙ্কু জামাই’ ছবিটি আগামী পহেলা বৈশাখে মুক্তি দিতে চাই।


মন্তব্য করুন