Select Page

ব্যাংককে জায়েদ খান

ব্যাংককে জায়েদ খান

5.jpg_13498.5জায়েদ খান‘র দিনকাল ভালোই যাচ্ছে। হাতে আছে এক ডজনের মতো ছবি। শুটিংয়ে অংশ নিতে নিয়মিত দেশের বাইরেও যাচ্ছেন। মালয়েশিয়ার পর এবার ব্যাংকক যাচ্ছেন তিনি। ব্যাকংক থেকে ফিরে আবার যাবেন মালয়েশিয়া।

জাদু আজাদ পরিচালিত ‘অপরাধী বাদশা’ চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নিতে একমাস ব্যাংকক থাকবেন তিনি। আজ রওয়ানা হবেন বলে জানা গেছে।

এর আগে গত রমজানে মনতাজুর রহমান আকবর’র ‘আগুনের চোখে প্রেম’ এর শুটিংয়ে অংশ নিতে প্রায় একমাস মালয়েশিয়া ছিলেন জায়েদ। এবার ব্যাংকক থেকে ফিরেই মনতাজুর রহমান আকবরের ‘লাভ ইন মালয়েশিয়া’র কাজে মালয়েশিয়া যাবেন তিনি।

 


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares