Select Page

বড়পর্দায় ‘মাসুদ রানা’কে ফেরাবেন আজিজ

বড়পর্দায় ‘মাসুদ রানা’কে ফেরাবেন আজিজ

১৯৭৪ সালে সোহেল রানার পরিচালনা, প্রযোজনা ও অভিনয়ে বড়পর্দায় উঠে এসেছিল কাজী আনোয়ার হোসেন সৃষ্ট আইকনিক চরিত্র মাসুদ রানা। রাইজিং বিডি জানাচ্ছে, একই চরিত্রকে ফের রূপালি পর্দায় ফেরাতে চান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ।

এরই মধ্যে কথাসাহিত্যিক কাজী আনোয়ার হোসেনের কাছ থেকে সিনেমাটি নির্মাণের অনুমতিও হাতে নিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে আব্দুল আজিজ বলেন, “ছোটবেলা থেকেই বই পড়ার অভ্যাস ছিল। দেখা গেছে পরীক্ষার আগের রাতে পরীক্ষার পড়া না পড়ে গল্পের বই পড়েছি। এ অভ্যাসটা এখনো রয়েছে। সেখান থেকেই কাজী আনোয়ার হোসেন স্যারের ‘মাসুদ রানা’ বইটি পড়তে গিয়ে মনে লেগে যায়।”

তিনি আরো বলেন,“‘মাসুদ রানা’ সিরিজের বই সবচেয়ে বেশি পড়েছি। এ বইটি আমাদের জেনারেশনকে সীমিত গণ্ডি থেকে এক টানে তুলে নিয়ে এসেছে। এ বইটি নিয়ে আমরা সিনেমা নির্মাণের কথা ভেবেছি অনেক আগেই। তখন কাজী আনোয়ার হোসেন স্যার রাজি হননি। তিনি সম্প্রতি সিনেমা নির্মাণে সম্মতি দিয়েছেন। সিনেমাটি নির্মাণের প্রস্তুতি চলছে। খুব শিগগির সিনেমাটির কাজ শুরু করব।”


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Coming Soon
বঙ্গবন্ধুর বায়োপিকের অভিনয়শিল্পী বাছাই কেমন হয়েছে?
বঙ্গবন্ধুর বায়োপিকের অভিনয়শিল্পী বাছাই কেমন হয়েছে?
বঙ্গবন্ধুর বায়োপিকের অভিনয়শিল্পী বাছাই কেমন হয়েছে?

Shares