Select Page

মুক্তি পেল অনন্যার আলোচিত সিনেমা

মুক্তি পেল অনন্যার আলোচিত সিনেমা

darao-kotha-ache

আলী আজাদ পরিচালিত ‘ভালো আমাকে বাসতেই হবে’ মুক্তি পেল শুক্রবার। সারাদেশের ৩৬টি হলে মুক্তি পেয়েছে ছবিটি। এর আগে দুবার মুক্তি পাওয়ার কথা থাকলেও বিভিন্ন কারণে পিছিয়ে যায়। এর মধ্যে অশ্লীলতার অভিযোগও রয়েছে। তবে সিনেমাটি আলোচনায় আসে নায়িকা অনন্যার বক্তব্য সম্বলিত একটি পোস্টারের কারণে।

চলতি বছরের শুরুর দিকে অভিনব পোস্টারের কারণে আলোচনায় আসে ছবিটি। সেখানে লেখা ছিল ‘দাঁড়াও কথা আছে…আমি চলচ্চিত্রে একজন নতুন নায়িকা অনন্যা- ভালো আমাকে বাসতেই হবে ছবিটি নিয়ে খুব শিগগির আসছি তোমাদের হৃদয়ের কাছাকাছি, ছবিটি দেখো কিন্তু- ছবিটি না দেখলে বলবে ইস্ ছবিটি কেন দেখলাম না, থাকব কাছে, থাকব পাশে, ভালো আমাকে বাসতেই হবে, জোরছে বলো…’

২৭ ফেব্রুয়ারি মুক্তির কথা ছিল সিনেমাটির। ২৬টি হলে মুক্তির কথা থাকলেও শেষ মুহূর্তে স্থগিত হয়। কিছু অশ্লীল দৃশ্যের অভিযোগে পুলিশ ছবিটি জব্দ করে।

সিনেমাটির মুক্তির বিষয়ে আলী আজাদ গণমাধ্যমকে বলেন, ‘আজ ছবিটি মুক্তি পেয়েছে। আশা করি দর্শকদের মন জয় করবে ছবিটি।’

‘ভালো আমাকে বাসতেই হবে’ সিনেমায় মূল ভূমিকায় অভিনয় করছেন নতুন মুখ অনন্যা ও সীমান্ত।

 


Leave a reply