Select Page

বড় পর্দায় শাহরিয়ার শুভ

বড় পর্দায় শাহরিয়ার শুভ

5224e17c38544-Untitled-2শাহরিয়ার শুভ, ছোট পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী।  টেলিভিশন নাটকে অনেকদিন কাজ করার পর এবার পা রাখছেন চলচ্চিত্রের পর্দায়। ছবির নাম স্টুপিড। কোরবানির ঈদের পরপরই ছবির শুটিং শুরু হবার কথা রয়েছে।

ছবিটির পরিচালক শফিকুল ইসলাম।

এই প্রসঙ্গে একটি সংবাদ মাধ্যমকে তিনি জানান, ছবির জন্য সব ধরনের প্রস্তুতিই নিচ্ছি। এ ছাড়া আরও দুটি ছবিতে অভিনয়ের ব্যাপারে প্রাথমিক আলোচনা হয়েছে। আমার সব মনোযোগ আর ধ্যান-জ্ঞান এখন চলচ্চিত্রকে ঘিরে।

শুভ জানান, অ্যাকশন ছবিতে অভিনয়ের প্রতি তার আকর্ষণ আছে। তিনি মনে করেন প্রতিবাদ বিষয়টি তার ব্যক্তিত্বের সাথে যায়।

তিনি আরো জানান, এর জন্য এক বছর ধরে নিজেকে প্রস্তুত করছি। নিয়মিত নাচ শিখছি, জিমে যাচ্ছি। তবে অভিনয়ের অন্য বিষয়গুলোতেও আমার সমান আগ্রহ আছে। একজন অভিনেতা হিসেবে যেকোনো চরিত্র নিজের ভেতরে ধারণ করাই বড় কথা।

সুত্র: প্রথম আলো


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares