Select Page

ভাইজান এলো রে : শাকিব-শ্রাবন্তী আবারো ঈদে

ভাইজান এলো রে : শাকিব-শ্রাবন্তী আবারো ঈদে

‘শিকারি’তে প্রথমবার অভিনয় করেন শাকিব খান ও শ্রাবন্তী। ২০১৬ সালের ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাটি দারুণ জনপ্রিয় হয়। আবারো একসঙ্গে আসছেন দুই তারকা, নতুন সিনেমাটিও মুক্তি পাবে ঈদে।

পরিচালকও থাকছেন সেই জয়দীপ মুখার্জি। আর ছবির নাম ‘ভাইজান এলো রে’।

ছবিটি প্রযোজনা করতে যাচ্ছে কলকাতার এসকে মুভিজ। শুক্রবার কলকাতায় ‘ভাইজান এলো রে’র  মহরত অনুষ্ঠিত হয়েছে।

আগামী মাসেই শুটিং শুরু হবে। লোকেশনের তালিকায় থাকছে ভারত ও স্কটল্যান্ড। তবে সিনেমাটি যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে কিনা জানা যায়নি।


মন্তব্য করুন