Select Page

ভারতীয় লগ্নির বাংলাদেশি সিনেমায় শাকিব-শ্রাবন্তী

ভারতীয় লগ্নির বাংলাদেশি সিনেমায় শাকিব-শ্রাবন্তী

শাকিব খানের সঙ্গে এসকে মুভিজের প্রথম দুটি সিনেমা যৌথ প্রযোজনার। তবে নিয়ম-নীতি ঠিক মতো মানা হয়েছে কি-না এ নিয়ে রয়েছে বিস্তুর আলোচনা। পরের দুটি সিনেমা তো যৌথ হিসেবে নির্মাণের অনুমতিই পায়নি।

কিন্তু ‘সোনার ডিম পারা হাঁস’ শাকিবের পিছু ছাড়ছে না এসকে মুভিজ। এবার প্রতিষ্ঠানটির বাংলাদেশ সংস্করণ এসকে ইন্টারন্যাশনালের ব্যানারে অভিনয় করবেন শাকিব। সাথে থাকছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

জানা গেছে, চিত্রনাট্য প্রস্তুত হলেও ছবির নাম এখনো ঠিক করা হয়নি। এটিও পরিচালনা করবেন আগের চার ছবির জয়দীপ মুখার্জি।

এসকে ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক অশোক ধানুকা প্রথম আলোকে বলেন, ‘শাকিবের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়ে গেছে। আর শ্রাবন্তী তো আমার নিজের ঘরের মেয়ে। আগামী আগস্ট থেকে শুটিং শুরু করব।’

ছবিটির শুটিং হবে বাংলাদেশ, কলকাতা ও যুক্তরাজ্যে। এ বছরের শেষে প্রথমে বাংলাদেশে মুক্তি পাবে। এরপর এসকে মুভিজ কলকাতায় আমদানি করে ভারতে মুক্তি দেবে।

অবশ্য এর আগে ‘ভাইজান এলো রে’ সিনেমাটিকে বাংলাদেশি নির্মাণ হিসেবে মুক্তির চেষ্টা করে এস কে ইন্টারন্যাশনাল্। কিন্তু সিনেমাটি আগেই নির্মিত হয়ে যাওয়ায় সফল হয়নি। পরে আমদানি করে ঈদুল ফিতরে মুক্তির চেষ্টা করলে আদালতের রায়ে বাধা পায়। বলা হয়, কোনো উৎসবে বাংলাদেশে বিদেশি সিনেমা মুক্তি দেওয়া যাবে। শোনা যাচ্ছে, এ মাসের শেষ দিকে বাংলাদেশে মুক্তি পাবে ‘ভাইজান এলো রে’।


মন্তব্য করুন