Select Page

‘ভালবাসবে তো’ পরিচালনায় মৌসুমী

‘ভালবাসবে তো’ পরিচালনায় মৌসুমী

news_picture_6359_bellal-2

সদ্য প্রয়াত বেলাল আহমেদ পরিচালিত অসমাপ্ত চলচ্চিত্র ‘ভালবাসবে তো’ শেষ করবেন ছবির নায়িকা মৌসুমী। মৌসুমী নিজেও একজন পরিচালক এবং ‘ভালবাসবে তো’ ছবিতে অভিনয় করতে গিয়ে বেলাল আহমেদের রচিত গল্পের সঙ্গে মিশে গিয়েছিলেন। তাই ছবির প্রধান সহকারীসহ অন্য সহকারীদের নিয়ে নিজেই ‘ভালবাসবে তো’ ছবিটি শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন।

ছবির শুটিং প্রায় ৬০ ভাগ শেষ হয়েছে। মৃত্যুর কয়েক দিন আগেও বেলাল আহমেদ মৌসুমী ও নিলয়কে নিয়ে এফডিসিতে ছবির শুটিং করেছেন।

মৌসুমী সংবাদমাধ্যমকে বলেন, ছবির প্রযোজনা সংস্থা ইমপ্রেস টেলিফিল্মও চাইছে বেলাল আহমেদের ভাবনা মতো ছবিটি শেষ করার দায়িত্ব দিতে। আমি সানন্দে দায়িত্ব নিতে রাজি হয়েছি। কারণ, এই ছবির গল্প নিয়ে বেলাল ভাইয়ের সঙ্গে আমার প্রচুর কথা হয়েছে। আমাকে সামনে রেখেই তিনি গল্পটি লিখেছেন। ফলে পুরো গল্পটি আমার মাথার মধ্যে রয়েছে। তার ভাবনাটাও আমার জানা আছে। এ ছবিতে কি চাইতেন তিনি সেটা আমার সঙ্গে আলোচনা করতেন। তাই তো বেলাল আহমেদের ভাবনা মতো ‘ভালবাসবে তো’ নির্মাণ করতে আমার কোন সমস্যা হবে না।


মন্তব্য করুন