Select Page

ভালোবাসা দিবসে ‘রান আউট’

ভালোবাসা দিবসে ‘রান আউট’

image_1520_365743.gif-150x150নাট্যকার তন্ময় তানসেনের পরিচালনায় ‘রান আউট’ চলচ্চিত্রের ধারণ কাজ শেষ হয়েছে। এখন চলছে ডাবিংয়ের কাজ। আসছে ভালোবাসা দিবসে ছবিটি মুক্তি দেওয়ার কথা জানালেন পরিচালক।

এটি তন্ময়ের দ্বিতীয় চলচ্চিত্র। এর আগে তিনি ‘পদ্ম পাতার জল‘ নামের আরেকটি ছবির নির্মাণ শুরু করেন। ইমনমীম অভিনীত ছবির কিছু শুটিং বাকি আছে বলে পরিচালক জানান।

তবে ‘রান আউট’ ছবির মাধ্যমেই চলচ্চিত্র পরিচালক হিসেবে দর্শকদের সামনে আগে আসবেন তিনি। ইতিমধ্যে ছবিটির ফার্স্ট লুক অনলাইনে প্রকাশিত হয়েছে।

ছবিটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার ব্যস্ততম অভিনেতা সজল। তাঁর সঙ্গে রয়েছেন ছোট পর্দার আরেক অভিনেত্রী মৌসুমী নাগ।

পরিচালক তন্ময় তানসেন, আসছে কোরবানির ঈদ উপলক্ষে ছবিটির গানের অ্যালবাম প্রকাশ হবে। এ ছবির মাধ্যমে এক দশক পর গানে ফিরেছে জনপ্রিয় ব্যান্ড ভাইকিংস।


মন্তব্য করুন