Select Page

ভালোবাসা দিবসে সিক্স প্যাকে শাকিব, সাথে পরী মনি?

ভালোবাসা দিবসে সিক্স প্যাকে শাকিব, সাথে পরী মনি?

এর আগে তারা ‘ধূমকেতু’ ও ‘আরো ভালোবাসব তোমায়’ শিরোনামের দুটি সিনেমায় অভিনয় করেছেন। কিন্তু কোনোটাই ততটা ভালো চলেনি। যদিও ‘ধুমকেতু’কে ব্যবসাসফল বলছেন পরিচালক শফিক হাসান, তাই সিক্যুয়ালের পরিকল্পনা করছেন।

সে যাই হোক, ভক্তরা কিন্তু শাকিব-পরী মনিকে একসঙ্গে দেখতে চান। এর মাঝে শোনা যাচ্ছে, তারা তৃতীয়বারের মতো জুটিবদ্ধ হচ্ছেন। সে গুঞ্জনের উৎসও পরী ও পরিচালক হিমেল আশরাফের একটি সেলফি।

প্রথম আলো জানায়, সম্প্রতি ঢাকার একটি অভিজাত রেস্তোরাঁয় নতুন ছবির পরিকল্পনার জন্য পরিচালক হিমেল আশরাফ আর নায়িকা পরী মনির সঙ্গে মিটিং করছেন শাকিব।

আড্ডার পর পরী মনি তার ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট করেন। সেখানে সেলফিতে দেখা গেছে শাকিব খানকে। এরপর থেকে গুঞ্জন, শাকিব খানের সঙ্গে কী করছেন পরীমনি?

শাকিব খান ও পরী মনির কাছ থেকে এ বিষয়ে কিছুই জানা যায়নি। তবে হিমেল আশরাফ কিছুটা ধারণা দিলেন। বললেন, ‘নতুন কিছু পরিকল্পনা চলছে। প্রাথমিক আলোচনার জন্য একসঙ্গে বসা।’

কী সেই পরিকল্পনা? এই পরিচালক বলেন, ‘একটা নতুন ছবির ব্যাপারে আলোচনা হয়েছে। এখনো চূড়ান্ত কিছুই হয়নি। প্রাথমিক আলাপ যা হওয়ার, তা হয়েছে।

শাকিব খানের প্রযোজনা থেকে ‘প্রিয়তমা’ নামের একটি ছবির কাজ শুরু করার কথা ছিল হিমেল আশরাফের। তার আগেই নতুন আরেকটি কাজ শুরু হবে বলে জানান তিনি।

কারণ হিসেবে এই নির্মাতা বলেন, ‘ওই ছবির মুক্তির তারিখ শাকিব ভাই পিছিয়ে দিয়েছেন। আগে মুক্তির তারিখ ছিল আগামী বছরের ভালোবাসা দিবস। কিন্তু নতুন চিন্তায় ছবিটি ঈদের মতো উৎসবে মুক্তি দেওয়ার ইচ্ছা তার। তা ছাড়া শাকিব ভাইকে এই ছবিতে সিক্স প্যাকে হাজির করা হবে। তারও প্রস্তুতি চলছে পুরোদমে।’

যদি সব ঠিক থাকে, তবে সিক্স প্যাক শাকিবের নায়িকা হতে যাচ্ছেন পরী মনি।


মন্তব্য করুন