Select Page

ভিকি জাহেদ জানেনই না আজ মুক্তি পাচ্ছে তার সিনেমা!

ভিকি জাহেদ জানেনই না আজ মুক্তি পাচ্ছে তার সিনেমা!

টেলিভিশনের জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদ। তাকে বড়পর্দায় পাওয়ারও আগ্রহ সবার। তবে এক প্রকার সবার অগোচরে আজ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে তার সিনেমা। খোদ ভিকিই বিষয়টি জানেন না!

ভিকি জাহেদ পরিচালিত ছবিটির নাম ‘কার্নিশ’। প্রধান দুটি চরিত্রে আছেন বিদ্যা সিনহা মিম ও রোশান। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ছবিটি এই ঈদে চ্যানেল আইয়ে প্রিমিয়ার হবে। তার আগে ‘যা হারিয়ে যায়’ নামের আরেকটি ছবির সঙ্গে মুক্তি পাচ্ছে যমুনা ব্লকবাস্টার সিনেমাসে। অন্য ছবিটিও চ্যানেল আইয়ে দেখা যাবে।

রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্ট মাস্টার গল্প অবলম্বনে ‘যা হারিয়ে যায়’ নির্মাণ করেছেন সৈয়দ সালাউদ্দিন জাকী। এতে অভিনয় করেছেন আফজাল হোসেন, ঝিলিক জান্নাত, তুষার খান, মাসুম বাশার।

ব্লকবাস্টার সিনেমাসের ওয়েব সাইটে গিয়ে দেখা যায়, শুক্রবার থেকে প্রতিদিন তিনটি শো পেয়েছে ‘কার্নিশ’ ও ‘যা হারিয়ে যায়’। তবে অবাক বিষয় হলো, ছবির পরিচালকের ঘরে সেখানে লেখা আছে চ্যানেল আইয়ের নাম।

দুটি ছবি একসঙ্গে মুক্তি প্রসঙ্গে চ্যানেল আইয়ের প্রোগ্রাম প্রডিউসার ফরিদুল ইসলাম নিউজবাংলাকে বলেন, ‘সিনেমা দুটি মুক্তি পাচ্ছে শুক্রবার। ব্লকবাস্টার সিনেমাসে মুক্তি পাবে সিনেমা দুটি।’

‘যা হারিয়ে যায়’ ও ‘কার্নিশ’-এর দৈর্ঘ্য অন্য সব পূর্ণদৈর্ঘ্য সিনেমার চেয়ে কম হওয়ায় এক টিকিটেই দুটি সিনেমা দেখতে পারবেন বলে জানান ফরিদুল ইসলাম।

ঈদের ঠিক আগে, কোনো প্রচারণা ছাড়াই কেন সিনেমা দুটি মুক্তি দেয়া হচ্ছে, জানতে চাইলে ফরিদুল ইসলাম নিউজবাংলাকে বলেন, ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সিনেমা জমা দিতে চাইলে সেটি প্রেক্ষাগৃহে মুক্তি দিতে হয়। সিনেমা দুটি যেন জমা দেয়া যায়, সেকারণেই এটা করা হচ্ছে।’

প্রেক্ষাগৃহে নিজের সিনেমা মুক্তির বিষয়টি জানেন না পরিচালক ভিকি জাহেদ। তিনি বলেন, ‘আমি এ ব্যাপারে জানি না। এটা টিভি প্রোডাকশন বলেই আমি জানি।’


মন্তব্য করুন