Select Page

ভিডিওতে আসিফের আগুন

ভিডিওতে আসিফের আগুন

প্রায় ১৩ বছর পর পূর্ণাঙ্গ মিউজিক ভিডিও নিয়ে উপস্থিত হলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবর। সর্বশেষ ২০০৩ সালে তানিয়া আহমেদের পরিচালনায় ‘উড়োমেঘ’ গানের ভিডিও প্রকাশ করেন আসিফ আকবর। বৃহস্পতিবার ইউটিউবে প্রকাশিত হয়েছে আসিফের গান আগুন এর মিউজিক ভিডিও।

দেশা দ্য লিডার পরিচালক সৈকত নাসিরের পরিচালনায় আগুন গানটিতে মডেল হিসেবে কাজ করেছেন আসিফ ইমরোজ ও আফ্রি। আইটেম ঘরানার গানটিতে তাদের তামিল ছবির নায়ক-নায়িকাদের গেটআপে আসতে দেখা গেছে।

ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে প্রকাশিত এই গানটি লিখেছেন সুহৃদ সুফিয়ান আর সুর ও সঙ্গীতায়জন করেছেন জুয়েল মোর্শেদ। ‘লোকে বলে তুমি আগুন, ছাই বানাতে জুড়ি নাই। ভয়ে ভয়ে হাত ধরেছি, আমি কিন্তু পুড়ি নাই’ – এমন কথার গানের শ্যুটিং হয়েছে এফডিসি-তেই। নৃত্য পরিচালনায় ছিলেন হাবিব।

আগুনের ভিডিও সম্পর্কে আসিফ আকবর বলেন, ‘আমার ক্যারিয়ারের বেশির ভাগ গান জনপ্রিয়তা পেয়েছে। ভিডিও তেমন করা হয়নি। গান শোনার পাশাপাশি এখন ভিডিও দেখতে চান দর্শক। ভিডিওটির নির্মাণ ভালো হয়েছে। আগামীতে আমার নতুন আরো কিছু গানের ভিডিও করার ইচ্ছে আছে।’

গানটি ইতোমধ্যে প্রায় তিন লাখবার দেখা হয়েছে।


মন্তব্য করুন