Select Page

ভোর ৫টায় মেকআপে শাকিব!

ভোর ৫টায় মেকআপে শাকিব!

shakib-bossgiri

শাকিব খান মানেই সেটে দেরি করে আসা— এ কথা বলতে এখন দুইবার ভাবতে হবে। কারণ তিনি এখন ভোর ৫টায় মেকআপে বসেন। এমন কাণ্ড দেখছেন বাংলাদেশি নির্মাতা।

খবরটি জানালেন নির্মাতা শামীম আহমেদ রনি। ‘বসগিরি’র টিমের সঙ্গে থাইল্যান্ডের পাতায়োর অবস্থান করছেন শাকিব ও শবনম বুবলি

রোববার রনি জানান, ভোর ৫টায় মেকআপে বসেন এ দুই তারকা। এরপর তারা শুটিংয়ের জন্য রওয়ানা দেন।

‘বসগিরি’র সিনেমার শুটিং প্রায় শেষদিকে। বর্তমানে শুরু হয়েছে গানের দৃশ্যায়ন।

সেটে দেরি করে আসা নিয়ে শাকিবের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ আছে। তবে সম্প্রতি ‘শিকারি’ সিনেমার শুটিং করে ভারত থেকে আসার পর বদলে গেছেন অনেকটা। কথা দেন এখন থেকে শিফট ধরে কাজ করবেন। তার পুরো সুফল পাচ্ছেন রনি।


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares