Select Page

ফের পুরনো নামে নতুন সিনেমা

ফের পুরনো নামে নতুন সিনেমা

shakib-khanশাবানা-রাজ্জাক যুগের হিট সিনেমা ‘বাদশা’। ওই নামের একটি সিনেমায় শাকিব খানের অভিনয়ের কথা থাকলেও শিকে ছিড়েছিল কলকাতার নায়ক জিতের ভাগ্যে। একই সময়ে মুক্তি পায় আরো একটি সিনেমা। শাকিব অভিনীত ‘শিকারি’।

মজার বিষয় হলো দেড় দশক আগে একই নামের সিনেমায় অভিনয় করেছিলেন শাকিব নাম। এবার আবার পুরনো নামে নতুন সিনেমায় অভিনয় করছেন শাকিব।

নতুন সিনেমাটির নাম ‘নবাব’। শুরুতে ‘ভ্যালেন্টাইনস ডে’ নাম থাকলেও পরে পাল্টানো হয়।

১৯৮৬ সালের ৭ নভেম্বর মুক্তি পায় এমএম সরকার পরিচালিত নবাব। চলতি নভেম্বরের ১৬ তারিখ শুরু হবে শাকিবের ‘নবাব’র যাত্রা।

সিনেমাটিতে কিং খানের বিপরীতে আছেন কলকাতার শুভশ্রী। কলকাতার শুরু হওয়ার কথা থাকলেও সিনেমাটির শুটিং শুরু হচ্ছে কক্সবাজারে। সেখানে ‘নবাব’র শেষ ফাইট সিকোয়েন্স দিয়ে ক্যামেরা ওপেন হবে। এ উপলক্ষে ১৫ নভেম্বর ঢাকায় আসছেন শুভশ্রী।

‘নবাব’ যৌথভাবে প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজ।

সম্প্রতি সময়ে নির্মিত একাধিক সিনেমাই পুরনো নাম ঘুরে-ফিরে আসছে। এর মধ্যে আছে অঙ্গার ও বিজলি।


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares