Select Page

চলচ্চিত্রের সাথে বোঝাপড়া নিয়ে বেলায়াত হোসেন মামুন

চলচ্চিত্রের সাথে বোঝাপড়া নিয়ে বেলায়াত হোসেন মামুন

চলচ্চিত্রের সাথে বোঝাপড়া বইয়ের লেখক belayat-hossain-mamunঅনেকদিন ধরে চলচ্চিত্র নিয়ে কাজ করছেন বেলায়াত হোসেন মামুন। যুক্ত আছেন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সঙ্গে। তার লেখা বই চলচ্চিত্রের সাথে বোঝাপড়া।

সম্প্রতি মামুন জানান, বইটিতে ১৬টি প্রবন্ধ আছে। এতে বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের গতিপথ অনুসন্ধান করা হয়েছে। বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের মাইলফলকগুলো পড়ে দেখবার, পরখ করবার চেষ্টা করা হয়েছে।

বইটিতে বাংলা ভাষার চলচ্চিত্রের তিন উজ্জ্বল পূর্বসূরি সত্যজিৎ রায়ের জীবন ও কর্মে রবীন্দ্রনাথ, ঋত্বিক ঘটকের ভাঙ্গা বাংলার অস্থি-সন্ধান এবং মৃণাল সেনের সামগ্রিক চলচ্চিত্রকর্মে তার চেতনা প্রবাহ বুঝবার বিষয়ে শ্রম দেয়া হয়েছে।

আরো জানান, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চলচ্চিত্রে ‘মুক্তি’র খোঁজ, বাংলাদেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনের ত্রি-কালের অভিমুখসহ জহির রায়হান, বাদল রহমান, তারেক মাসুদ, তানভীর মোকাম্মেল ও মোরশেদুল ইসলামের কাজের, চিন্তার এবং তৎপরতার বিশ্লেষণমূলক আলোচনার মাধ্যমে সমকালের সাথে বোঝাপড়ার গল্প আছে।

এছাড়া চলচ্চিত্র সমালোচনায় বোঝাপড়ার উদাহরণ হিসেবে কাহিনীচিত্র ও প্রামাণ্যচলচ্চিত্রের পৃথক আলোচনা আছে। আছে বাংলাদেশের চলচ্চিত্রচিন্তাচর্চায় গুরুত্বপূর্ণ দুটি চলচ্চিত্রগ্রন্থের ওপর আলোচনা।

সর্বোপরি দেশের সামগ্রিক চলচ্চিত্র-সংস্কৃতিকে দেখা ও বোঝার একটি প্রয়াসের ভেতর দিয়ে যাওয়ার দিনযাপনকে ধরা হয়েছে।

৩৫ ফর্মার ‘চলচ্চিত্রের সাথে বোঝাপড়া’ প্রকাশ করেছে কথাপ্রকাশ।


মন্তব্য করুন