Select Page

‘ভয়ংকর সুন্দর’ ফ্লপ করিয়েছে নেগেটিভ রিভিউ!

‘ভয়ংকর সুন্দর’ ফ্লপ করিয়েছে নেগেটিভ রিভিউ!

সম্প্রতি একটি পত্রিকায় বলা হয়েছে টাকা না দিলে ফেসবুক পেজে নেগেটিভ রিভিউ দিয়ে সিনেমা ফ্লপ করানো হবে। এ প্রসঙ্গে কোনো সাক্ষ্য-প্রমাণ হাজির করা হয়নি।

কিন্তু প্রমানবিহীন এ প্রতিবেদন শেয়ার করে ফেসবুকে কোনো কোনো নির্মাতা লিখেছেন- তারা এমন ঘটনার শিকার। তেমন একজন অনিমেষ আইচ। তিনি জানান ‘ভয়ংকর সুন্দর’র ক্ষেত্রে এমনটা ঘটেছ।

ফেসবুকে লেখেন- “ইহা চুড়ান্ত ভাবে সত্য। আমি নিজে জ্বলন্ত সাক্ষী। আমার সর্বশেষ সিনেমা “ভয়ংকর সুন্দর ” মুক্তির পর অনেকেই যেভাবে ঝাঁপাইয়া পড়েছিলো, তাতে মনে হয়েছিল আমি মনে হয় মানুষ খুন করেছি। ছবিটি ফ্লপ করিয়ে আপনাদের কি এমন লাভ হয়েছে? এখন ইউটিউব কমেন্টে দেখি অনেক ভালো ভালো কথা। কত কষ্টের টাকা দিয়ে এই জামানায় সিনেমা বানাই, তা আপনারা কোনদিন জানবেন না। আমি অতি শীঘ্রই নতুন সিনেমা নিয়ে আপনাদের সামনে আসছি, নিজের প্রযোজনায়। কাউকে এক টাকাও ঘুষ দিতে পারবো না,  কাউকে পিঠে হাত ও বোলাবো না। যারা ভাবছেন অনিমেষ আইচ বাতিলের খাতায়, কাজ দিয়েই সমুচিত জবাব দেব।

নিজেদের শিল্প-সাহিত্য ধ্বংস করার জন্য আমাদের বৈদেশিক শত্রুর প্রয়োজন নাই, নিজের ঘরেই মুখোশ পরা শত্রুরা ঘুরে বেড়াচ্ছে। লাভ ইউ অল।”

মন্তব্যের ঘর খিজির হায়াত খানও জানান, এমন অভিজ্ঞতা তার আছে। অপরাধীকেও চেনেন।   

খিজিরের সর্বশেষ সিনেমা ‘মিস্টার বাংলাদেশ’ও বক্স অফিসে একদম ব্যর্থ।

এছাড়া সম্প্রতি ‘যদি একদিন’ সিনেমার অভিনেতা তাহসান রেডিও শোতে বলেন, তাকে ব্ল্যাকমেইলের চেষ্টা করা হয়েছে। সিনেমাটির পরিচালক মুহাম্মাদ মোস্তফা কামাল রাজ জানান, উদ্দেশ্যমূলকভাবে নেগেটিভ রিভিউ দেওয়া হচ্ছে।


মন্তব্য করুন