Select Page

ভয় পেলেন জায়েদ খান

ভয় পেলেন জায়েদ খান

image_75476তরুন অভিনেতা জায়েদ খান চলচ্চিত্র জগতে এখন প্রতিশ্রুতিশীল নাম। তার ব্যস্ততাও বাড়ছে দিন দিন। দেশ বিদেশে শুটিং করছেন নিয়মিত। সম্প্রতি শুটিং করে ফিরলেন থাইল্যান্ড থেকে। সেখানেই অর্জন করেছিলেন এক ভয়াবহ অভিজ্ঞতা।

শুটিং করছিলেন যাদু আজাদ পরিচালিত ‘অপরাধী বাদশা’ ছবির। দৃশ্যটি ছিল তাকে মাটির নীচে পুঁতে ফেলা হবে। সেখান থেকে উদ্ধার করবেন আনোয়ারা।

জায়েদের ভাষায়, ‘দৃশ্যটি ছিল ভিলেনরা আমাকে জীবন্ত কবরে পুঁতে দেয়। আনোয়ারা ম্যাডাম এসে আমাকে খুঁজে তুলবে। কিন্তু এই দৃশ্যের জন্য দীর্ঘ সময় আমার পুরো শরীর মাটির নিচে চাপা অবস্থায় রাখা হয়। শুধু নিঃশ্বাস নেওয়ার জায়গাটুকু থাকে। আর ওই কিছু সময়ে এমন মনে হচ্ছিল যেন, এই বুঝি মরেই গেলাম। এখান থেকে শুটিং ইউনিট আমাকে তুলতে তুলতে হয়তো আমি আর থাকব না। মনে হচ্ছিল মৃত্যু বুঝি এই এসে গেল। যাই হোক, পরিচালক আমাকে এই অবস্থা থেকে দ্রুতই উদ্ধার করলেন। প্রাথমিক চিকিত্সার ব্যবস্থা করলেন, তারপর বিশ্রাম নিয়ে শুটিংটি শেষ করি।’

সূত্র: দৈনিক ইত্তেফাক


মন্তব্য করুন