Select Page

মইষাল সজল

মইষাল সজল

সম্প্রতি মইষাল চরিত্রে অভিনয় করলেন সজল। নাটকটির নামও মইষাল। হাবিবের রচনায় এটি পরিচালনা করেছেন আজাদ কালাম। নাটকের কেন্দ্রীয় চরিত্র অর্থাৎ মইষাল চরিত্রেই অভিনয় করেছেন সজল।

সজল জানান, ‘শুটিংয়ের জন্য অনেক কষ্ট করেছি। শুটিং করতে গিয়েছিলাম মানিকগঞ্জের এক চরে। সেখানে খেজুরগাছে উঠেছি, চালাতে হয়েছে মহিষের গাড়িও। হতে হয়েছে মইষাল। আর দুপুরে শুধু মুড়ি খেয়ে দাঁড়িয়েছি ক্যামেরার সামনে। ’

এ নাটকে আরও অভিনয় করেছেন প্রভা, ওমর আয়াজ, শিল্পী সরকারসহ অনেকে। উল্লেখ্য, নাটকটি প্রচারিত হবে আগামী ঈদুল ফিতরে।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন


মন্তব্য করুন