Select Page

মনিহারে ‘হাওয়া’র ৩ লাখ টাকা আয়ের তথ্য সঠিক নয়!

মনিহারে ‘হাওয়া’র ৩ লাখ টাকা আয়ের তথ্য সঠিক নয়!

মুক্তির দিন থেকে দ্বিতীয় সপ্তাহেও একের পর এক হাউসফুল শো পাচ্ছে মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’। দেশের সবচেয়ে বড় হল যশোরের মনিহারে ৫ আগস্ট মুক্তির দিন ব্যাপক দর্শক সমাগম হয়েছে।

‘হাওয়া ‘র পরিবেশক সংস্থা জাজ মাল্টিমিডিয়া শনিবার জানায়, ৫ আগস্ট সেল ৩ লাখ টাকার বেশি। যা গত ৫ বছরের মধ্যে সর্বোচ্চ।  তবে প্রথম আলোর সঙ্গে আলাপকালে হল কর্তৃপক্ষ জানায়, এ তথ্য ভুল।

জাজ এক ফেসবুক পোস্টে শনিবার লিখেছে,গতকাল যশোরের মণিহার সিনেমা হলে “হাওয়া’ সিনেমার সেল হয়েছে ৩ লাখ ২ হাজার ৪০০ টাকা, যা ২০১৭ সালে ঈদে মুক্তি প্রাপ্ত ‘বস ২’ সিনেমার পরে এটা সর্বোচ্চ সেল । অর্থাৎ গত ৫ বছরে কোন সিনেমা একদিনে এত টাকা সেল দিতে পারে নাই ।

এ বিষয়ে মনিহারের ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল ইসলাম জানালেন, ‘তিন লাখ টাকার টিকিট বিক্রির খবরটা সত্য নয়। আমাদের হিসাবমতে, দুই লাখ টাকার বেশি হয়েছে, এটাই আমাদের জন্য স্বস্তির। আর পাঁচ বছর আগে “বস–২” নয়, “শিকারি” ছবিটিই ছিল সবচেয়ে বেশি ব্যবসার।’

মণিহার প্রেক্ষাগৃহ গেল ঈদে চালিয়েছে ‘দিন দ্য ডে’ । এরপর তারা মুক্তি দেয় ‘পরাণ’। ছবিটি দুই সপ্তাহ চলে। এরপর মুক্তি দিয়েছে ‘হাওয়া’। জিয়াউল ইসলাম বললেন, “‘দিন দ্য ডে” ছবির ব্যবসা খুব খারাপ গেছে। এর থেকে “পরাণ” ভালো হয়েছে। তবে কোনো শো হাউসফুল পাইনি। আর এখন যে “হাওয়া” চালাচ্ছি, এটার সাড়া সবচেয়ে ভালো। যেভাবে দর্শক আসছে, ভালোই লাগছে।’

এ প্রেক্ষাগৃহে রয়েছে ১ হাজার ৪০০টি আসন। এর মধ্যে ওপরতলায় ৫৫১ আসন আর নিচে ৮৫০ আসন। প্রতিদিন স্পেশাল, ম্যাটিনি, ইভিনিং ও নাইট মিলিয়ে চারটি শো হয়।


মন্তব্য করুন