Select Page

‘নূর’-এর স্বত্ব বিক্রির খবরটি অস্বীকার নির্বাহী প্রযোজকের!

‘নূর’-এর স্বত্ব বিক্রির খবরটি অস্বীকার নির্বাহী প্রযোজকের!

তিনি বলেন, ‘নূর’-এর স্বত্ব বিক্রির বিষয়ে কারও সঙ্গেই আমার কোনো কথা হয়নি …

দৈনিক পত্রিকার বিনোদন পাতার প্রধান খবর অস্বীকার করলেন সংশ্লিষ্ট ছবির প্রযোজক। জানালেন তারা ডিজিটাল প্ল্যাটফর্মে ছবির রাইটস বিক্রি করেননি। প্রসঙ্গ রায়হান রাফী পরিচালিত ও শাপলা মিডিয়া প্রযোজিত ‘নূর’। যার প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশী।

গুঞ্জন উঠেছে, এই সিনেমার মালিকানা স্বত্ব ওটিটি প্ল্যাটফর্ম ‘বিঞ্জ অ্যাপ’-এর কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। কালের কণ্ঠ এক প্রতিবেদনে জানান, বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার নির্বাহী প্রযোজক অপূর্ব রায়।

সেখানে তিনি বলেন, ‘আমরা ছবিটির স্বত্ব বিক্রি করার ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গেই বিঞ্জ যোগাযোগ করে। তাদের সঙ্গে দাম-দরে বনিবনা হওয়ায় আমরা ছবিটি বিক্রি করে দিয়েছি।’

সেন্সর ছাড়পত্র ছাড়াই ছবিটি বিক্রি করে দিলেন কেন জানতে চাইলে অপূর্ব আরো বলেন, ‘অনলাইন প্ল্যাটফরমে ছবি মুক্তি দিতে সেন্সর ছাড়পত্র লাগে না। তার পরও আমরা এ সপ্তাহে সেন্সর বোর্ডে আবার ছবিটি জমা দেব। যেহেতু পূর্ণদৈর্ঘ্য ছবি বানিয়েছি, তাই কোনো ধরনের অনিয়ম না করে আইনের প্রতি সম্মান রেখেই ছবিটির সেন্সর ছাড়পত্র নেব। তারপর বিঞ্জকে ছবিটি মুক্তি দেওয়ার কথা বলব। ’

দিন গড়াতে অপূর্ব ঢাকা টাইমসকে বললেন, ‘যে খবর রটেছে তা ভুয়া।’

অপূর্ব রায়ের প্রশ্ন, ‘এত সুন্দর একটা গল্পের সিনেমার মালিকানা স্বত্ব আমরা কেন বিক্রি করব? এই প্রযোজক বলেন, ‘না জেনেই আমার বক্তব্য দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে। তারা কেন এটা করেছে, তার সদুত্তর আমি পাইনি। তাদের কল দিলেও রিসিভ করছে না। ‘নূর’-এর স্বত্ব বিক্রির বিষয়ে কারও সঙ্গেই আমার কোনো কথা হয়নি।’

স্বত্ব বিক্রি অস্বীকারের খবরটি নিজের ফেসবুক পাতায় শেয়ার করেছেন অপূর্ব।

সম্প্রতি শুটিংসহ যাবতীয় কাজ শেষে সিনেমাটি সেন্সরে পাঠানো হয়েছিল। তবে কিছু অস্পষ্ট সংলাপ, রংবিন্যাস, দৃশ্য ও শব্দ সংযোজনে ত্রুটি থাকায় সেন্সর বোর্ড আটকে দেয় সিনেমাটি। টেকনিক্যাল বিষয়গুলো সংশোধন করে আবারও সিনেমাটি জমা দিতে বলা হয়েছে সেন্সরে। তার আগেই ছড়িয়ে পড়ল এটির স্বত্ব বিক্রির খবর।

গত বছর সেপ্টেম্বরে পাবনায় ‘নূর’-এর শুটিং শুরু হয়, শেষ হয় নভেম্বরে। অভিনয়ের পাশাপাশি সিনেমাটির নির্বাহী প্রযোজকের দায়িত্ব পালন করছেন আরিফিন শুভ।


মন্তব্য করুন