Select Page

মনের মতো মানুষ পাইলাম না : অপুর বদলে বুবলি

মনের মতো মানুষ পাইলাম না : অপুর বদলে বুবলি

অপু বিশ্বাসেরই করার কথা ছিল ‘বসগিরি’। মাতৃত্বের বিরতিতে যাওয়ার পর সেই সিনেমার নায়িকা হন শবনম বুবলি। পরে প্রকাশ্যে এলেই শাকিবের সঙ্গে ডিভোর্স হয় অপুর। সেই সূ্ত্রে আবারও এই নায়িকার চুক্তিবদ্ধ সিনেমায় স্থলাভিষিক হচ্ছেন সেই বুবলিই!

২০১৩ সালে শাকিব খান ও অপু বিশ্বাসকে নিয়ে ‘মনের মতো মানুষ পাইলাম না’ সিনেমার মহরত করেছিলেন পরিচালক জাকির হোসেন রাজু। সেই সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছেন ‘পোড়ামন’খ্যাত এ নির্মাতা। সেখানেই এ ঘটনা। জানালো বাংলা নিউজ

সংবাদমাধ্যমটিকে রাজু বলেন, “শাকিব-অপুকে নিয়ে ‘মনের মতো মানুষ পাইলাম না’ সিনেমার মহরত করেছিলাম। কোনও একটা কারণে সিনেমাটির তখন শুটিং শুরু করতে পারিনি। তবে এবার সে একই আমার লেখা গল্প নিয়ে সিনেমাটি নতুন করে শুরু করছি। অভিনয় শিল্পীতে বেশ পরিবর্তন আসছে। শাকিব খানের সঙ্গে নায়িকা হিসেবে বুবলিকে চুক্তিবদ্ধ করিয়েছি।”

রোববার সন্ধ্যায় রাজধানীর একটি স্টুডিওতে ‘মনের মতো মানুষ পাইলাম না’র দুটি গানের রেকর্ডিং হচ্ছে। জাকির হোসেন রাজু ও গাজী মাজহারুল আনোয়ারের কথায় সুর ও সঙ্গীত করছেন শফিক তুহিন। কণ্ঠ দেন রাশেদ। দু’টি গানেরই দৃশ্যায়ন হবে তুরস্কে।

এপ্রিলে ‘আগুন’ নামে আরেকটি সিনেমার ঘোষণা দিয়েছিলেন রাজু। এতে শাকিবের বিপরীতে কলকাতার নুসরাত জাহানের অভিনয়ের কথা রয়েছে। তবে ‘আগুন’র আগে ‘মনের মতো মানুষ পাইলাম না’র শুটিং আগে শুরু হবে বলে জানান নন্দিত এ নির্মাতা। দুটি সিনেমাই প্রযোজনা করছে দেশ বাংলা মাল্টিমিডিয়া।


মন্তব্য করুন