Select Page

মন খারাপ করে জানা গেল, ‌‘নো ল্যান্ডস ম্যানের’ শুটিং শুরু

মন খারাপ করে জানা গেল, ‌‘নো ল্যান্ডস ম্যানের’ শুটিং শুরু

মোস্তফা সরয়ার ফারুকীর উচ্চাভিলাষী প্রজেক্ট ‘নো ল্যান্ডস ম্যান’। ভারত, বাংলাদেশ, অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশে অভিনেতারা এতে জড়িত আছেন।

মাসখানেক আগে সিনেমাটির জন্য নিউইয়র্কে উড়ে গেলেও শুটিংয়ের কথা স্বীকার করেননি। ওই সময় তাহসানের লুক প্রকাশ হয় সেখানকার লোকশনকে থেকে। তবে নির্মাতা ও অভিনেতা দুজনই জানান লুক টেস্ট ও রিহার্সেলের জন্য তারা সেখানে অবস্থান করছেন। শুটিং শুরু হবে জানুয়ারিতে।

এখন ঘটনা প্রসঙ্গে জানা গেল, সিনেমাটির শুটিং চলছে নিউইয়র্কে।

ছবিটির মুখ্য চরিত্রে আছেন বলিউড তারকা নওয়াজউদ্দিন সিদ্দিকী। সম্প্রতি তার বোন সায়মা ক্যানসারে ভুগে মারা গেছেন। সেই প্রসঙ্গে প্রকাশ হলো ‘নো ল্যান্ডস ম্যান’ দৃশ্যায়নের খবরটি।

ফারুকী জানান, দুইদিন আগে তারা যখন শুটিং করছিলেন নওয়াজের কাছে একটি ফোন আসে। এর পর অভিনেতা যথারীতি অভিনয় চালিয়ে যান। শুটিং প্যাকআপের পর তিনি বোনের মৃত্যুর খবর দেন।

সোমবার নিউইয়র্ক থেকে ভারতের উদ্দেশে রওনা দিয়েছেন নওয়াজ। ফারুকী জানান, কাকতালীয়ভাবে ‘নো ল্যান্ডস ম্যান’ সিনেমায় নওয়াজের বোনের নামও সায়মা।

সঙ্গে ফেসবুকে ফারুকী শেয়ার করেছেন শুটিং সেটে তোলা নওয়াজউদ্দিন সিদ্দিকীর একটি সাদাকালো ছবি।

শুটিং শুরুর আগেই একাধিক আন্তর্জাতিক সম্মাননা ও পুরস্কার পেয়েছে ‘নো ল্যান্ডস ম্যান’। সিনেমাটির চিত্রনাট্য ২০১৪ সালে বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের অফিশিয়াল প্রজেক্ট হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া এটি  পেয়েছে মোশন পিকচার্স এসোসিয়েশন অব আমেরিকা এবং এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডের যৌথ উদ্যোগে প্রণীত অ্যাপসা ফিল্ম ফান্ড। একই বছর ফিল্ম বাজার ইন্ডিয়ায়ও সেরা প্রজেক্টের পুরস্কার জিতেছিলো ছবির চিত্রনাট্য।

নওয়াজউদ্দিন সিদ্দিকী এই ছবির অন্যতম প্রযোজক। সঙ্গে প্রযোজক হিসেবে থাকছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। আরও থাকছেন স্কয়ারের অঞ্জন চৌধুরী, ইন্ডিপেনডেন্ট স্পিরিট অ্যাওয়ার্ড জয়ী মার্কিন প্রযোজক ও নির্মাতা শ্রীহরি। এবার প্রযোজকদের তালিকায় যোগ হলো ডিজিটাল প্ল্যাটফর্ম ‘বঙ্গ’।

‘নো ল্যান্ডস ম্যান’ ছবির প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন করবেন অস্ট্রেলিয়ার অভিনেত্রী মিশেল মেগান।


মন্তব্য করুন