Select Page

সত্যি কি বন্ধ হচ্ছে জাজ মাল্টিমিডিয়া?

সত্যি কি বন্ধ হচ্ছে জাজ মাল্টিমিডিয়া?

জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ

কয়েক বছরের রেশ ধরে ২০১৮ সালেও বেশ কিছু সিনেমা মুক্তি দেয় জাজ মাল্টিমিডিয়া। চলতি বছরে একদম থেমে গেছে সেই পক্রিয়া। প্রতিষ্ঠানটির ভাণ্ডার থেকে বলতে গেলে কিছুই আসেনি। অন্যদিকে অতিচর্চিত ‘মাসুদ রানা’রও কোনো খবর নেই আপাতত।

এই সব ঘটনার পেছনে দেখা হচ্ছে জাজের কর্ণধার আব্দুল আজিজের আত্মগোপনকে। কয়েক হাজার কোটি টাকার আর্থিক কেলেঙ্কারিতে ফেঁসেছেন তিনি। বর্তমানে জেলে আছেন তার বড়ভাই। সব মিলিয়ে, তিনি কোথায় আছেন বা কবে প্রকাশ্যে আসবেন তা স্পষ্ট নয়। স্বভাবত গুঞ্জন উঠেছে- বন্ধ হচ্ছে জাজ মাল্টিমিডিয়া। আসলে কী তাই?

কালের কণ্ঠের এক প্রতিবেদনে বলা হচ্ছে, দুই মাস ধরে চলচ্চিত্রের বাজারে একটা গুঞ্জন বেশ জোরালোভাবে দানা বেঁধেছে—বন্ধ হয়ে যাচ্ছে দেশের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া! এমন কথা শুনে অনেকে আশাহতও হয়েছেন।

আরও বলা হয়, ডিজিটাল চলচ্চিত্রের যাত্রা যাদের হাত ধরে, সিনেমার এই ক্রান্তিলগ্নে তারা যদি ব্যবসা গুটিয়ে নেয় তাহলে মুখ থুবড়ে পড়বে ঢালিউড। বিষয়টি নিয়ে আরো উদ্বেগের সৃষ্টি হয়েছে, যখন স্বয়ং জাজেরই দু-একজন কর্মচারীর মুখে এমন খবর ছড়িয়েছে।

তবে এ নিয়ে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক সবুজের সঙ্গে কথা বললে তিনি বিষয়টি ভুয়া বলে জানিয়েছেন। সবুজ বলেন, “আমাদের মাসে ১৬ থেকে ১৭ লাখ টাকা খরচ। ছবি নির্মাণে হয়তো আগের মতো নিয়মিত নয় প্রতিষ্ঠানটি। তবে প্রি-প্রডাকশনে বেশ কিছু ছবি রয়েছে। ‘মাসুদ রানা’, ‘আয়াত’, ‘অভিনেত্রী’ ছবিগুলোর শিল্পীরাও চূড়ান্ত। শিগগিরই মুক্তি পাবে ‘জ্বিন’। তাহলে জাজ বন্ধ হওয়ার প্রশ্ন কেন উঠছে!”

এদিকে জাজের নিয়মিত তিন অভিনয়শিল্পী নুসরাত ফারিয়া, রোশান ও পূজা চেরি সম্প্রতি অন্য প্রযোজনা সংস্থার সঙ্গে অভিনয়ে চুক্তিবদ্ধ হয়েছে।

অবশ্য আজিজ প্রকাশ্যে থাকা অবস্খায়ও বেশ কয়েকবার জাজ বন্ধের গুজব উঠে।

 


মন্তব্য করুন