Select Page

মন ফড়িং : আবার শিহাব শাহীন-শুভ-মম

মন ফড়িং : আবার শিহাব শাহীন-শুভ-মম

২০১৫ সালের ১০ এপ্রিল মুক্তি পেয়েছিল শিহাব শাহীন পরিচালিত ‘ছুঁয়ে দিল মন’। প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছিলেন আরিফিন শুভ ও জাকিয়া বারী মম। মুক্তির পর আলোচিত ও ব্যবসাসফল হয় ছবিটি। প্রথম আলো জানালো, তারা আবার ফিরছেন একই সিনেমায়।

পরিচালক বললেন, খুব তাড়াতাড়ি শুরু করছেন ‘মনফড়িং’ নামে নতুন একটি সিনেমার কাজ।

শিহাব শাহীন বলেন, ‘আমার গল্প ও চরিত্রের জন্য এই দুজন (শুভ-মম) জরুরি। আর তাদের সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা আছে।’

সবকিছু ঠিক থাকলে এপ্রিলেই শুরু হবে ‘মনফড়িং’-এর শুটিং। তবে কোথায় হবে, এখনই বলতে চাইলেন না। প্রাথমিকভাবে লোকেশন ঠিক থাকলেও এখনো চূড়ান্ত করা হয়নি। খুব শিগগির বিস্তারিত জানিয়ে করবেন সংবাদ সম্মেলন। তত দিন পর্যন্ত অপেক্ষাতেই থাকতে হবে।

সিনেমাটি কারা প্রযোজনা করছে এখনই জানাতে চান না শিহাব শাহীন। অবশ্য কিছুদিন আগে ফেসবুক ভিডিওতে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ জানান, শিহাব শাহীনের পরের সিনেমাটির প্রযোজক তিনি।


মন্তব্য করুন