Select Page

মম-নিরবের ‘আমি শুধু তোর হবো’

মম-নিরবের ‘আমি শুধু তোর হবো’

nirob-momo

২০০৬ সালে ‘অন্যরকম ভালোবাসা’ নামের টেলিছবিতে জুটি হয়েছিলেন নিরবজাকিয়া বারী মম। এরপর আর তাদের রসায়ন দেখা যায়নি পর্দায়। দশ বছর পর চুক্তিবদ্ধ হলেন ‘আমি শুধু তোর হবো’ চলচ্চিত্রে।

ছবিটি পরিচালনা করবেন রফিক শিকদার। প্রযোজনা প্রতিষ্ঠান এমটি মিডিয়া অ্যান্ড ফিল্মসের কর্ণধার আবদুল মজিদ মিলটনের সঙ্গে ১৩ জুন চুক্তিবদ্ধ হয়েছেন নিরব-মম।

মিলটন বাংলানিউজকে বলেন, ‍“গত বছর মুক্তি পাওয়া ‘গেম’ ছবিতে কিছু ভুল-ত্রুটি ছিল। মাঝের সময়টাতে ভেবেছি কীভাবে কাজ করলে ভালো এবং আরও পরিণত হবে। গল্প, অভিনয়শিল্পী, লোকেশন, দর্শকসহ নানান বিষয় বিশ্লেষণ করেছি। এখন মনে হচ্ছে আমি নতুন কাজ হাতে নিতে প্রস্তুত। তাই নতুন উদ্যমে আবার প্রযোজনা করছি।”

‘আমি শুধু তোর হবো’র শুটিং শুরু হবে ১ আগস্ট। বেশিরভাগ দৃশ্যায়ন হবে পাবনায়। এর মধ্যে আছে পাবনা মেডিক্যাল কলেজে, কাশিনাথপুর জেল, হাইকোর্ট ও পাকশী সেতু। সেখানে টানা ১৫-২০ দিন শুটিং হবে।

nirob-momo1

সিনেমায় অমিত চরিত্রে অভিনয় করবেন নিরব। ছেলেটি সবসময় ভালোর পক্ষে। সে অন্যায় মেনে নেয় না। হঠাৎ একটি ঘটনায় ফেঁসে যায় অমিত। সে ভালোবাসে শিক্ষকের মেয়ে নীলিমাকে। তার মা নেই। মেয়ের কথা ভেবে বাবা আর বিয়ে করেননি। নীলিমা চরিত্রে দেখা যাবে মমকে।

এদিকে ‘স্বপ্নবাড়ি’ নামে আরেকটি ছবি আছে মমর হাতে। এতে তার সহশিল্পী আনিসুর রহমান মিলন। পরিচালনা করবেন তানিম রহমান অংশু।


মন্তব্য করুন