Select Page

মস্কো চলচ্চিত্র উৎসবে মূল প্রতিযোগিতায় ‘পেয়ারার সুবাস’

মস্কো চলচ্চিত্র উৎসবে মূল প্রতিযোগিতায় ‘পেয়ারার সুবাস’

রাশিয়ার মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৪তম আসরে অন্যতম চমক ছিল বাংলাদেশের ‘আদিম’। মূল বিভাগে প্রতিযোগিতা ছাড়াও নির্মাতা যুবরাজ শামীম জিতে নেন নেটপ্যাক জুরি অ্যাওয়ার্ড।

এবারের ৪৫তম আসরে প্রতিযোগিতা বিভাগে স্থান করে নিয়েছে বাংলাদেশের নূরুল আলম আতিক পরিচালিত ‘পেয়ারার সুবাস’ বা ‘দ্য সেন্ট অব সিন’।

খবরটি নিশ্চিত করেছে মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজ।

মূল প্রতিযোগিতা বিভাগে ‘পেয়ারার সুবাস’ সহ মোট ১২টি সিনেমার নাম ঘোষণা করে উৎসব কর্তৃপক্ষ। বাংলাদেশ ছাড়াও এ বিভাগে আছে ফ্রান্স, রাশিয়া, আর্জেন্টিনা, চীন ও জাপানের সিনেমা।

ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী জয়া আহসান। এছাড়া আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, আহমেদ রুবেলসহ অনেকে। ছবিটি প্রযোজনা করেছে আলফা আই।

২০ এপ্রিল থেকে শুরু হচ্ছে মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৫তম আসর। উৎসব চলবে ২৭ এপ্রিল পর্যন্ত।

বেশ কয়েক বছর আগে শেষ হয় ‘পেয়ার সুবাস’-এর কাজ। সেন্সর সনদ পেয়েছে গত অক্টোবরে। এবার বিদেশ হয়ে দেশের মাটিতে মুক্তির অপেক্ষা।


মন্তব্য করুন