Select Page

‘মাংগালা কাউবয়’-তে নববর্ষের গান

‘মাংগালা কাউবয়’-তে নববর্ষের গান

image_44642_0বাংলাদেশের নায়ক হিসেবে প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্রে কাজ করছেন নিরব। মালয়েশিয়ার চলচ্চিত্র পরিচালক নামামির পরিচালনায় ‘ম্যাঙ্গোলা কাউবয়’ নামে চলচ্চিত্রটিতে প্রধান চরিত্রে কাজ করছেন তিনি।

এবার ছবিটির শেষ দৃশ্যে একটি গানের শুটিং করেছেন এই অভিনেতা। তাও আবার নববর্ষের গান। ‘শুভ নববর্ষ, আপনি খুশি..’ শীর্ষক এই গানটির শুটিং এ অংশ নেবার সময় নিরবের বিপরীতে ছিলেন সিংগাপুরের নায়িকা আতিকা সোহাইমি।

মোট পাঁচটি দেশের সাব-টাইটেলে গানটি থাকছে।

মালয়েশিয়ার ‘মাংগালা কাউবয়’ ছবিতে অভিনয়ের জন্য গত ১০ জুন ঢাকা ত্যাগ করেন বাংলাদেশের মডেল ও অভিনেতা নিরব। মালয়েশিয়ার চলচ্চিত্র নির্মাতা সংস্থা ‘প্রডিজি মিডিয়া এন্টারটেইনমেন্ট’ এর ব্যানারে ১১ তারিখ থেকে মালয়েশিয়ার বিভিন্ন লোকেশনে টানা শুটিং করছেন তিনি। আগামী ৮ জুলাই ছবিটির শুটিং শেষ হলে দেশে ফিরবেন বলে আশা করছেন নিরব।

চলচ্চিত্রটি বাংলা ভাষাসহ মোট ৬টি ভাষায় সাব টাইটেলে ডাবিং হবে। ভাষাগুলো হলো মালে, চায়না, তামিল, থাই, সিঙ্গাপুর এবং বাংলা।

এটি ছয়টি দেশের প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি দেয়ার কথা রয়েছে চলতি বছরের শেষের দিকে। বাংলাদেশ থেকে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে ‘স্টোরি এন্টারটেইনমেন্ট’।

সুত্র: বাংলা নিউজ ২৪.কম


মন্তব্য করুন