Select Page

মান্না উৎসব ২০১৫

মান্না উৎসব ২০১৫

Manna

চিত্রনায়ক মান্নার সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘মান্না উৎসব-২০১৫’ এর আয়োজন করা হচ্ছে। ৬ মার্চ ঢাকায় এ উৎসব শুরু হবে। বিএফডিসির জহির রায়হান কালার ল্যাবে সোমবার দুপুরে এ ঘোষণা দেন মান্নার স্ত্রী ও ‘মান্না ফাউন্ডেশন’ এর চেয়ারপারসন শেলী মান্না।

তিনি বলেন, ‘মান্না নায়ক হিসেবে যেমন জনপ্রিয় ছিলেন, তেমনি মানুষ হিসেবেও ছিলেন একজন বড় মনের। নায়ক মান্নাকে মানুষের মধ্যে বাঁচিয়ে রাখতে আমাদের এই মান্না ফাউন্ডেশন। আমরা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। সুবিধাবঞ্চিত শিশু ও মানুষের জন্য কাজ করে যাচ্ছে এ ফাউন্ডেশন। আগামীতেও আমাদের কাজ চলতে থাকবে।’

আয়োজনের বিস্তারিত এখনও জানানো হয়নি। আরেকটি সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে। ওই সময় আরও উপস্থিত ছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক অমিত হাসান, সুব্রত, সঙ্গীত পরিচালক ইবরার টিপু, অভিনেতা শানু শিবাসহ অনেকে।

শেলী আরও জানান, মান্নার প্রতিষ্ঠিত প্রযোজনা সংস্থা কৃতাঞ্জলী থেকে আবার চলচ্চিত্র নির্মাণ করা হবে। এ ছাড়া প্রতিবছর তিনজন গুণী চলচ্চিত্র ব্যক্তিত্বকে পুরস্কারও দেয়া হবে।

মান্নার মূল নাম এস এম আসলাম তালুকদার। তিনি ১৯৬৪ সালে টাঙ্গাইলের কালিহাতীতে জন্মগ্রহণ করেন। ১৯৮৪ সালে মান্না এফডিসি আয়োজিত ‘নতুন মুখের সন্ধানে’র মাধ্যমে চলচ্চিত্রে আসেন। তিনি ২০০’রও বেশি সিনেমায় অভিনয় করেন। মান্না অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হল- দাঙ্গা, লুটতরাজ, তেজী, আম্মাজান, আব্বাজান, লাল বাদশা, স্বামী স্ত্রীর যুদ্ধ, দুই বধূ এক স্বামী, মনের সাথে যুদ্ধ, মান্না ভাই ও পিতা মাতার আমানত। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারী মান্না মারা যান।


মন্তব্য করুন