Select Page

মালেক আফসারীর ২৫তম সিনেমায়ও থাকছেন শাকিব খান

মালেক আফসারীর ২৫তম সিনেমায়ও থাকছেন শাকিব খান

শাকিব খানকে নায়ক করে এর আগে মালেক আফসারী নির্মাণ করেছেন ফুল অ্যান্ড ফাইনাল, মনের জ্বালা, হীরা চুন্নি পান্না ও ঠেকাও মাস্তানের মতো সিনেমা। এখন চলছে ‘পাসওয়ার্ড’। এটি আফসারী পরিচালিত ২৪তম সিনেমা। তিনি জানালেন, ২৫তম ছবিও করবেন এ নায়ককে নিয়ে।

ফেসবুকে এ ঘোষণা দেন মালেক আফসারী। সেখানে আরও উল্লেখ করেন- সিনেমাকে কীভাবে দেখেন তিনি।

‘এই ঘর এই সংসার’ নির্মাতা লেখেন, “একটি ছবি একটি পণ্যের মতো আমার কাছে। তাই এই পণ্য বেশি দামে বিক্রি করার জন্য, ছবির পাবলিসিটি খুব জরুরি। তা না হলে ক্রেতা কী দেখে ছবিটি কিনবে?  তাই তো ফাস্ট লুক লাস্ট লুক আরো কত আয়োজন চলে, ক্রেতার মন খুশি করার জন্য। কিন্তু ক্রেতা কে….?

সিনেমা পণ্যের প্রথম ক্রেতা, হল মালিক ও উনাদের ঝানু প্রতিনিধিরা।তারপর দর্শক ভাই বোনেরা।

মজার ব্যাপার আমাদের পণ্যের মানে আমাদের ছবি, ‘পাসওয়ার্ড’ এর বিক্রি প্রায় শেষের দিকে প্রথম ক্রেতার কাছে। আলহামদুলিল্লাহ।

হল মালিক ও উনাদের প্রতিনিধিরা ফাস্ট লুকের অপেক্ষা করে নাই। ছবির গানের শুটিং-এর

অপেক্ষা করে নাই। উনাদের অগাধ বিশ্বাস শাকিব খান ও আমার মেকিং এর উপর। হবে না কেনো?

৩৫ বছরে ২৩ বার পরীক্ষায় পাশ করেছি কখনো ৩৩ পেয়ে, কখনো ১০০ তে ১০০ পেয়ে। টাকার জোরে না… কোয়ালিটির জোরে… টিকে আছি টিকে থাকবো। এখনো বড় বাজেটের ছবি ভাগ্যে জোটে।

২৪ নাম্বার ছবি পাসওয়ার্ড। ২৫ নাম্বার ছবি সুপারস্টার’কে নিয়ে শুরু করবো ঈদের পর। ইনশাআল্লাহ।”

‘পাসওয়ার্ড’ প্রযোজনা করছেন শাকিব খান ও মোহাম্মদ ইকবাল। নায়িকা হিসেবে আছেন শবনম বুবলি। ছবির মূল দৃশ্যের কাজ শেষ, শিগগিরই তুরস্কে হবে গানের দৃশ্যায়ন।


মন্তব্য করুন