Select Page

মাসুদ আখন্দের নতুন ছবি ‘স্বপ্নপোকা’

মাসুদ আখন্দের নতুন ছবি ‘স্বপ্নপোকা’

10494857_660269637391197_8153310813998649821_nপিতা খ্যাত নির্মাতা মাসুদ আখন্দ শুরু করলেন নতুন ছবির কাজ। ছবির নাম স্বপ্নপোকা। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে এর কিছু অংশের শুটিং হয়।

নতুন এ ছবিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন পরিচালক নিজে ও প্রসূন আজাদ। আরও অভিনয় করছেন শিমুল খান।

ছবিতে প্রসূনের বয়স ২২-২৩ বছর। তার নাম রূপা। এক দুর্ঘটনায় সে একাকী এক দ্বীপে আশ্রয় নেয়। সেখানে তার সঙ্গে একটি ছেলের দেখা হয়। এভাবে এগিয়ে যাবে ছবি কাহিনী।

ছবিতে গান ছয়টি। লিখেছেন মাসুদ আখন্দ, আখতারুজ্জামান আজাদ, দেহলোভী। গানের সুর করছেন বেলাল খান, নীল কামরুল, সাজ আহমেদ, আমিত্ব দে। আর গেয়েছেন ফাহমিদা নবী, আগুন, নির্ঝর।


মন্তব্য করুন