Select Page

মাসুদ রানা সিরিজের পরবর্তী সিনেমা ‘এমআর নাইন: স্কাই ড্যান্সার’

মাসুদ রানা সিরিজের পরবর্তী সিনেমা ‘এমআর নাইন: স্কাই ড্যান্সার’

কাজী আনোয়ার হোসেনের আইকনিক গুপ্তচর মাসুদ রানার ভূমিকায় আবারো ফিরছেন এবিএম সুমন, পরিচালনায় থাকছেন আসিফ আকবর। ‘এমআর নাইন: স্কাই ড্যান্সার’ শিরোনামের সিনেমাটির খবর দিল যুক্তরাষ্ট্র ভিত্তিক বিনোদন বিষয়ক সংবাদমাধ্যম ডেডলাইন।

প্রতিবেদন অনুসারে এ সিনেমায় আবারো ফিরছেন মার্কিন অভিনেতা নিক ফস্টার। আসিফ আকবর ও আব্দুল আজিজের সঙ্গে চিত্রনাট্য তৈরিতে তিনিও থাকছেন। ছবিটি নির্মিত হবে মাসুদ রানা সিরিজের দ্বিতীয় খণ্ড ‘ভারতনাট্যম’ অবলম্বনে। ‘স্কাই ড্যান্সার’ প্রযোজনা করবে যুক্তরাষ্ট্রের নেভাদা-ভিত্তিক চেজিং বাটারফ্লাইস পিকচার্স। সঙ্গে রয়েছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ক্যালিফোর্নিয়ার এমআর-নাইন ফিল্মস।

প্রযোজক, পরিচালক ও সহ-লেখক আসিফ আকবর বলেন, স্কাই ড্যান্সার আমাদের জন্য একটি আশীর্বাদ। কিংবদন্তি নায়ক মাসুদ রানাকে সারা বিশ্বের দর্শকদের সামনে হাজির করার একটি অসাধারণ সুযোগ। মাসুদ রানা বিশ্বব্যাপী দক্ষিণ এশিয়ার প্রতিনিধিত্বকারী ব্যক্তিত্ব। সিক্যুয়েলের মাধ্যমে এই উত্তেজনাপূর্ণ চরিত্র ও তার গুপ্তচরবৃত্তির জগতকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশা করছি।

এছাড়া বিশ্বমানের সঙ্গীত, অ্যাকশন ও অপ্রত্যাশিত টুইস্টসহ নতুন লোকশনে দর্শকদের নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন আসিফ আকবর।

প্রতিবেদনে আরো জানানো হয়, সিরিজের প্রথম কিস্তি ‘এমআর নাইন: ডু অর ডাই’ চলতি মাসের উত্তর আমেরিকায় ভিডিও হোম ডিমান্ড বা ডিজিটাল পদ্ধতিতে রিলিজ হবে। মে মাসে রাশিয়া ও পাকিস্তানের সিনেমা মুক্তি পাবে। এছাড়া যুক্তরাজ্য, গ্রিস, স্পেন, তুরস্কসহ একাধিক দেশে টিভিতে প্রদর্শিত হবে।

গত বছর আগস্টে দুই ভাষায় মুক্তি পাওয়া ‘এমআর নাইন: ডু অর ডাই’ খুব একটা সাড়া পায়নি। এছাড়া ‘মাসুদ রানা’ নামের সৈকত নাসির পরিচালনায় জাজ মাল্টিমিডিয়া আরেকটি সিনেমা নির্মাণ করলেও সেটি আপাতত খবরে নেই। কয়েক মাস আগে অনন্ত জলিলকে নায়ক করে সিরিজের ‘অপারেশন চিতা’ গল্প থেকে সিনেমার জামকালো ঘোষণা দেয়া হয়। তবে অভিনেতা এবিএম সুমন জানান, ‘চিতা’য় অনন্ত জলিলের চরিত্র মাসুদ রানা নয়।


মন্তব্য করুন